আমার নিজের নামে গোগোল সার্চ ইঞ্জিন ০২

               নিজের নামে সার্চ ইঞ্জিন যে কতটা জনপ্রিয় হয়েছিল সে আপনারা এর আগেই জেনে গেছেন। শুধু আপনারাই নন। একে একে ইয়াহু, ফেসবুক ,টুইটার, এওএল আরো কত কে যে এসে আমাদের দলে ভিড়ল এখানে নামোল্লেখ করলে দীর্ঘ তালিকা আপনাদের বিরক্তির উদ্রেক করবে। এই এক সপ্তাহেই তাই আমরা আমাদের সার্চ ইঞ্জিনের উন্নয়ন ঘটাতে সমর্থ হয়েছি। তার কৃতিত্বের এক বড় ভাগটাই অবশ্যি   আমাদের ব্লগার বন্ধু রাজুর।  তিনি কথাটা আগেই জানতেন।  আগের সপ্তাহে তৈরি সার্চ ইঞ্জিনের পরেই তিনি সেটি প্রকাশ্য আনেন। অথবা বলা ভালো জনপ্রিয়তার আলো মুখে পড়তেই তাঁকে দেখা যায়।
        বেশ! আমরা তাঁকেও সহযোগী করে নিলাম। খরগোশ শুয়ে থাকবে আর কচ্ছপ এগিয়ে   যাবে , এটা আমাদের নীতি নয়। আমাদের নীতি একসাথে পথ চলা। প্রয়োজনে একে অন্যকে পিঠে নিয়ে এগিয়ে যাবে। কিন্তু যাবে একসঙ্গে। আধুনিক গল্পটি এরকমই । এখানে দেখুন!
        তাতে আমাদের ইঞ্জিনের জনপ্রিয়তা যে আরো অনেক অঙ্ক লাফ দেবে এটা নিশ্চিত। এখন থেকে আমরা একে আর সার্চ ইঞ্জিন বলব না। বলব 'গোগোল খোঁজ' ।সত্যি বলতে কি,  এটা ইতিহাসের এক বৃহৎ ব্যবসায়িক একত্রী করণ। আচ্ছা, কি বলছি আপনারা ধরতে পারছেন তো। আগের বারে একজন বন্ধুর আমাদের কথাগুলো ধরতে একটু মুস্কিল হচ্ছিল। একটু রসিয়ে বসিয়ে পড়ুন। সবই ঐ রসের মতো তরল হয়ে যাবে!
          ঠিক আছে, আপনাদের কিচ্ছু ধরতে হবে না।    এই ছবিগুলো দেখুনঃ


        এর মজা হলো এর সঙ্গে এক দীর্ঘ মেনু বার আছে। যেটি আগেরটিতে ছিল না।
আপনারা এখানে ক্লিক করুন । 
        পরের কথাগুলো আগের মতোই সহজ।হোমপেজ বানিয়ে নিন।Make this your  Homepage বলে যে বোতাম আছে , ওতে ক্লিক করুন! অথবা ব্রাউজার থেকে URLটা কপি করে Tool-Option-General -ট্যাবে গিয়ে Home Pageএ পেষ্ট করুন। OK টিপুন। ব্রাউজারের Home icon এ টিপে দিন। আর মজা দেখুন!
                   এখানেই শেষ নয়। এই ছবিটা দেখুনঃ  

        একেবারেই 'বাংলার রূপ আমি দেখিয়াছি...।' জীবনানন্দ মনে পড়ছে কী? এ রকম ইচ্ছে মতো ছবিতে সাজিয়ে তুলতে পারেন আপনার 'গোগোল খোঁজ'। কিছু ডিফল্ট ভাবে দেয়াই থাকে। তার সংখ্যাও কম নয়। চাইলে আপনার প্রিয়জনের ছবিও এখানে তুলে নিতে পারেন। অথবা এমনও করতে পারেন যে ছ'ঘন্টা পরে পরে আপনার পছন্দের ছবিগুলো একের পর এক এসে আগেরগুলোকে সরিয়ে দিল। এর জন্যে আপনাকে যা করতে হবে, তা এই।  উপরে  মেনুবারের ডানদিকে  দেখুন মেনু বারে Chenge Background বিকল্প আছে। ওখানে ক্লিক করলে এই ছবির মতো একটা ট্যাব খুলে যাবেঃ
এখানে পছন্দটা বেছে নিন। নিজের ছবি চাইলে আপলোড করার উপায় আছে দেখুন। এখান থেকে বিকল্প বেছে নিতে আমার মনে হয়না আপনাদের কোনো অসুবিধে হবে। আর অসুবিধে হলেও মন্দ নয়, 'আমার নিজের নামে গোগোল সার্চ ইঞ্জিন ০৩' লিখতে গেলে ওটারইতো দরকার!
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger