কিভাবে ব্লগার.কম এর ব্লগকে নিজস্ব ডোমেইনের সাথে সংযুক্ত করতে হয়

আপনারা জানেন আমি বাংলা হ্যাকস (Bangla Hacks) ব্লগটিকে ব্লগার.কম (Blogger.com) এ হোস্টিং রেখেই একটি নিজস্ব টপ লেভেল ডোমেইন (Top Level Domain) ব্যবহার করছি। (খবর এখানে)। নিজস্ব ডোমেইন হবার কারণে আমার পরিচিত একটি ভিন্ন মাত্রা পেয়েছে। এই নিজস্ব ডোমেইনের সাথে আমি ব্যবহার করছি ব্লগার.কম এর দেয়া ফ্রি হোস্টিং। এটা ব্লগার.কম এর একটি দারুণ ফিচার। যা অন্য কোন ব্লগিং প্লাটফরম আপনাকে কখনও দেবে না।
একটি নিজস্ব ডোমেইন থাকার পরও কেন ব্লগার.কম এর হোস্টিং ব্যবহার করছি তার একাধিক কারণ আছে। সেসব আরেকদিন সময় পেলে আলোচনা করা যাবে। আজ আমি আলোচনা করবো কিভাবে ব্লগার.কম এ থাকা ব্লগকে নিজস্ব ডোমেইনের সাথে সংযুক্ত করা যায়।

আমি যেহেতু Godaddy থেকে ডোমেইন নিয়েছি, সেহেতু এদের কন্ট্রোল প্যানেলের (Control Panel) ছবিই এই আলোচনায় ব্যবহার করেছি। অন্য যেখান থেকেই ডোমেইন কিনুননা কেন, মূল বিষয়টি একই থাকবে।
We will learn how to setup custom domain in blogger.com blog with Go daddy.
* প্রথমেই গোড্যাডিতে নিজস্ব কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
* আপনার ডোমেইনের পাশে লেখা manage বাটনে প্রেস করুন।

* এবার More Settings বোতামে ক্লিক করুন।

* এখানে নিচে Total DNS Control লেখা রয়েছে। সেখানে অথবা Total DNS/MX লেখাতে ক্লিক করুন। Click on Total DNS Contro / MX. It is the place where domain will active.

* নিচের ছবির মতো একটি প্যানেল আসবে। এখানেই আপনার ডোমেইনটিকে সঠিকভাবে সেটিং করতে হবে।

* এই অংশের A (Host) অংশে কিছু না পাল্টালেও চলবে। কিন্তু আপনাকে একটি নতুন Cnames record তৈরি করতে হবে।
* ডানপাশে লেখা Add new CNAME Record লেখাতে ক্লিক করুন। নিচের ছবির মতো একটি পপ আপ উইন্ডো আসবে।

এখানে নিচের কাজগুলো সেরে ফেলুন। Do the job below. Add some entry in pop up window.
  • Enter an Alias Name  এর জায়গায় www লিখুন
  • Points To Host Name হিসেবে ghs.google.com লিখুন
  • TTl: 1 hour অপরিবর্তিত রেখে দিন।
ব্যস হয়ে গেল। এবার ডানপাশে লেখা OK ক্লিক করুন।

এবার আপনাকে Blogger.com এর ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে।
  • যে ব্লগটির সাথে নতুন ডোমেইনকে সংযুক্ত করতে চাচ্ছেন, তার সেটিংস (Settings) ট্যাবে ক্লিক করুন।
  • এখান Publish ট্যাবে প্রবেশ করুন।

  • এখানে Switch to লেখার পাশে Custom Domain লেখা লিংকটিতে ক্লিক করুন
  • আরও কিছু অপশন খুলে যাবে। নিচের ছবিটি দেখুন

আমরা এই প্যানেলে কোন কাজ করবো না। যদি ব্লগার.কম এর কাছ থেকে ডোমেইন কিনতাম তাহলে এই প্যানেলটিতেই আমাদের সেটিংস (Settings) সম্পন্ন করতে হতো। এখানকার লাল রঙের তীর চিহ্নিত জায়গায় নতুন ডোমেইনের নাম বসিয়ে দিলেই কাজ হয়ে যেতো। কিন্তু যেহেতু ব্লগার.কম ছাড়া অন্য কারও কাছ থেকে ডোমেইন কিনেছি, সেহেতু Already own a domain? Switch to advanced settings লেখাতে ক্লিক করুন। নতুন কিছু সেটিংস এসে উপস্থিত হবে।

  • এখানে Your Domain লেখার পাশের টেক্সট বক্সে আপনার ডোমেইনের সম্পূর্ণ ঠিকানা লিখুন। যেমন banglahacks.com
  • Use a missing files host? লেখার পাশে No লেখার রেডিও বাটনটি সিলেক্ট থাকবে। যদি আগে থেকেই কোন আলাদা হোস্টিং থাকতো, তাহলে এই অপশনটির ব্যবহার হতো।
  • এবার একেবারে নিচের Word Varification পূরণ করে Save Settings লেখা বোতামে ক্লিক করুন।
ডোমেইন একটিভ হবার জন্য ব্লগার.কম ৪৮ ঘন্টা সময় চেয়ে নেয়। তবে সাধারণত ২-৪ ঘন্টাতেই হয়ে যায়। It takes at least 48 hour to active the new domain.

কাজ এই পর্যন্ত হবার পর আমরা ইচ্ছে করলে অপেক্ষা করতে পারি অথবা এই ফাঁকে আর একটি প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারি।
সাধারণত ডোমেইনের দুইটি ঠিকানা থাকে। একটি http:// দিয়ে এবং আর একটি www দিয়ে। আপনাকে দুটোই একটিভ করতে হবে।You should setup both domain system.
উপরে বর্ণিত ডোমেইনের CNAME Settings অংশটুকু সম্পূর্ণ হয়ে ডোমেইন একটিভ হবার পর একটি বিষয় খেয়াল করবেন যে আপনার ডোমেইনটি শুধুমাত্র http://banglahacks.com ঠিকানাতে খুলছে। কিন্তু www.banglahacks.com ঠিকানা লিখলে খুলছে না। আমাদেরকে এ জন্য ডোমেইনটিকে ফরোয়ার্ড করতে হবে। Now forward your domain to www.
  • গোড্যাডির কন্ট্রোল প্যানেলে আপনার ব্লগের নামের পাশে লেখা Forwarding (উপরের প্রথম ছবিটি আরেকবার দেখুন) লেখাতে ক্লিক করুন।
  • নিচের ছবিতে থাকা অংশগুলো পূরণ করুন।

  • এখানে সম্পূর্ণ www সহ ডোমেইন ঠিকানা লিখে দিয়ে Ok করুন।

  • এবার দেখুন দুইরকম ঠিকানাতেই আপনার নতুন ডোমেইনটি কাজ করে কিনা।
আশা করি ব্লগার.কম এ থাকা ব্লগকে কিভাবে নিজস্ব ডোমেইনের সাথে সংযুক্ত করা যায়, তা বুঝতে পেরেছেন। কোন প্রশ্ন থাকলে জানাতে দ্বিধা করবেন না।

উল্লেখ্য যে ব্লগারে হেল্প পাতায় এই বিষয়টি আলোচনা করা আছে। ইচ্ছে করলে পৃষ্ঠা নং ১ এবং পৃষ্ঠা নং ২ একবার দেখে নিতে পারেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger