শক্তিশালী ডিভিডি বার্ণার WinX DVD Author ডাউনলোড করুন ফ্রি


আপনারা যাঁরা ডিভিডি বার্ণ (DVD Burn) করার জন্য একটি ভালো সফটওয়ার খুঁজছেন, কিংবা ডিভিডিতে উন্নতমানের মুভি বার্ণ করতে চাচ্ছেন, তাদের জন্য আজ আমি দারুণ সুখবর নিয়ে এসেছি। প্রায় ৩০ ডলার দামের WinX DVD Author Software পাওয়া যাচ্ছে একদম বিনে পয়সায় (Full Free)। শুধুমাত্র অক্টোবর মাসের ২০ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই সুযোগ সবার জন্য উন্মুক্ত থাকবে। কোন ধরণের লাইসেন্স (License), রেজিস্ট্রেশন কোড (Registration code) বা সিরিয়াল নাম্বার (Serial number) কিংবা কোনরকম লিমিটেশন (Limitation) ছাড়াই সফটওয়ারটি ডাউনলোড করার ঘোষণা দেয়া হয়েছে।

বিভিন্ন ভিডিও ফরমেট যেমন AVI, MOV, MPEG, WMV, FLV ইত্যাদি ফাইল থেকে এই সফটওয়ার অতি দ্রুত এবং সহজে ডিভিডি তৈরি করতে পারে। মনের মতো করে ডিভিডি মেনু (DVD Menu) তৈরি করা এই সফটওয়ারটির জন্য কোন ব্যাপারই না।
Download WinX DVD Author Software free. You can burn from any popular format video file.
কিছু ফিচার
  • AVI, ASF, MPEG, MKV, MP4, MOV, RM, RMVB, XIVD, DVIX, H264, OGG, QT (quick time), FLV সহ বিভিন্ন জনপ্রিয় ভিডিও ফাইল টাইপ সাপোর্ট করে।
  • ডিভিডির মেনুটি কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, মিউজিক টাইটেল ইত্যাদি দিয়ে সহজে তৈরি করা যায়। নিজের তৈরি ডিজাইন দিয়ে চ্যাপ্টার ও মেনু সাজানো যায়।
  • ভিডিও ফাইলকে সহজে ক্লিপ করে দেখা যায়। একই ডিভিডির বিভিন্ন অংশ থেকে ছোট ছোট ক্লিপ একই সাথে প্রদর্শন করতে পারে।
  • PAL এবং NTSC দুই ধরণের ভিডিও ফরমেট সাপোর্ট করে।
  • DVD-9 (8200MB) এবং  DVD-5 (4300MB) দুই ধরণের ডিভিডিতে বার্ণ করতে পারবেন।
  • Widescreen (16:9) এবং Standard TV (4:3) দুই ধরণের স্ক্রীণ রেজুলেশন সাপোর্ট করে।

এতসব ফিচার সমৃদ্ধ ডিভিডি বার্ণার পাওয়া যাচ্ছে একদম ফ্রি তাও আবার সারাজীবনের জন্য। অতএব আর দেরী কেন? মনে রাখবেন এই সুবর্ণ সুযোগ শেষ হয়ে যাবে অক্টোবর মাসের ৩১ তারিখে।
Support only Windows platform. Download before October. Hurry up.
উল্লেখ্য যে, WinX DVD Author শুধুমাত্র Windows প্লাটফরমের জন্য তৈরি করা হয়েছে।
You can trim video file by setting the start time and the end time.S
ডাউনলোড লিংকসহ আরও তথ্য ও বর্ণনা জানুন এখান থেকে
ডাউনলোডের ডাইরেক্ট লিংক
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger