গত ২৭ সেপ্টেম্বর তারিখে গুগল (Google) তার অনন্তযাত্রার ১১ তম বৎসর শুরু করেছে। আর এই উপলক্ষ্যে সেইদিনটাতে তাদের লোগোতেও পরিবর্তন দেখা গেছে। এই খবর আপনারা ইতিমধ্যে নিশ্চয় জেনে ফেলেছেন।বৎসরের বিভিন্ন বিশেষ দিনগুলোতে গুগল তাদের লোগো পাল্টে ফেলে। এরকম কয়েকটি লোগো আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। Google special day logo list.
google logo on martin Luther king day.
ফেব্রুয়ারির ১২ তারিখে চার্লস ডারউইনের জন্মদিনে গুগলের লোগো। Google Logo on Charles Darwin's Birthday
আর এই সবগুলো লোগো পাওয়া যাবে এই ঠিকানায়।


Hello, I am Aero River. Like to do web tweaking. :)

