বিশেষ দিনগুলোতে গুগলের বিভিন্ন লোগো

গত ২৭ সেপ্টেম্বর তারিখে গুগল (Google) তার অনন্তযাত্রার ১১ তম বৎসর শুরু করেছে। আর এই উপলক্ষ্যে সেইদিনটাতে তাদের লোগোতেও পরিবর্তন দেখা গেছে। এই খবর আপনারা ইতিমধ্যে নিশ্চয় জেনে ফেলেছেন।

বৎসরের বিভিন্ন বিশেষ দিনগুলোতে গুগল তাদের লোগো পাল্টে ফেলে। এরকম কয়েকটি লোগো আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। Google special day logo list.
২০০৯ সালের জানুয়ারি মাসের ১৯ তারিখে Martin Luther King দিবসে গুগলের লোগো।
google logo on martin Luther king day.
ফেব্রুয়ারির ১২ তারিখে চার্লস ডারউইনের জন্মদিনে গুগলের লোগো। Google Logo on Charles Darwin's Birthday
গুগলের যারা অনুরাগী তাদের তৈরি করা লোগো গুগলের অফিসিয়াল সাপোর্ট পেয়েছে। গুগলফ্যানদের তৈরি করা অসংখ্য লোগো থেকে নিচে দুটি তুলে ধরলাম। google logos that are got official support made by google fan.

আর এই সবগুলো লোগো পাওয়া যাবে এই ঠিকানায়
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger