'বাংলা হ্যাকস' ব্লগ এখন নিজস্ব ডোমেইনে

প্রিয় বন্ধুগণ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ ২৪ সেপ্টেম্বর, ২০০৯ থেকে 'বাংলা হ্যাকস' ব্লগ একটি নিজস্ব ডোমেইনের অধিকারী হয়েছে। এখন থেকে বাংলা হ্যাকস ব্লগ তার পুরনো ঠিকানা http://banglahacks.blogspot.com এর বদলে www.banglahacks.com ঠিকানায় প্রকাশিত হবে।

'বাংলা হ্যাকস' ব্লগের জন্য এই বিরল সৌভাগ্যটি এনে দিয়েছেন 'রান্না করি নিজে' ব্লগের লেখক মিসেস মনোয়ারা খালিদ। তাঁকে সহযোগীতা করেছেন, 'নীলনক্ষত্র' ব্লগের লেখক মো: খালিদ উমর। তাঁদের দুজনের প্রতি সবিনয় কৃতজ্ঞতা প্রকাশ করে এই পোস্টটি প্রকাশ করছি।

'বাংলা হ্যাকস' ব্লগের নতুন ঠিকানাটি আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন। যাঁরা ব্লগের পোস্টগুলি ইমেইলে পাচ্ছেন, তাঁরা তাদের ঠিকানায় যথারীতি নিয়মিত পোস্ট পেতে থাকবেন, কোন অসুবিধা হলে জানানোর অনুরোধ রইল।

নতুন ডোমেইন আজ থেকেই কার্যকরী হল। ব্লগের কিছু কিছু সেটিংস পরিবর্তন হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই পরিবর্তনগুলো সংশোধন করে ফেলব। সে পর্যন্ত আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

ভবিষ্যতে আপনাদের ভালোবাসা 'বাংলা হ্যাকস' ব্লগের চলার পথে পাথেয় হয়ে থাকবে- এই প্রত্যাশা করি।

ধন্যবাদ
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger