নিচে দেয়া কোডটি (Code) কপি (Copy) করে ব্লগের যেকোন একটি (নতুন বা পুরনো কোন একটিতে) HTML/ JavaScript গেজেটে স্থাপন করে সেভ (Save) করুন। অন্য ট্যাবে (ফায়ারফক্সে, ডাউনলোড করুন) থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ করুন। আমি কথা দিতে পারি মুগ্ধ হবেন, চমকে যাবেন। কেমন দ্রুত লয়ে আপনার ব্লগের নামের দুপাশের সাংকেতিক চিহ্নগুলো এদিক ওদিক ছুটে যাচ্ছে। কোনক্রমেই যেন তাদের আর থামানো যাবেনা। বিশ্বাস হচ্ছেনা? পরীক্ষা করেই দেখুন। কোন সমস্যা হলে তো আমি আছিই।
Scrolling text effect on the bothside of blog title. Add this html code in a html gadget.
- ব্লগার.কম এ লগইন করুন।login in blogger.com
- Layout> Page Elements ট্যাবে গিয়ে নতুন একটি HTML/ Javascripts গেজেট নিন। কিংবা পুরনো কোন একটি HTML/ Javascripts গেজেটের Edit লেখাতে ক্লিক করে তা উন্মুক্ত করুন। paste in a html/javascript gadget.
- এবার নিচের কোডটি সম্পূর্ণ কপি করে সেখানে পেস্ট করুন। copy the code below and paste
<script language="JavaScript">
<!--
//
//Scrolling Status Bar
putmsg="==welcome==";
letchar2="+==<0>==+";
letchar1="+==<0>==+";ultimo1=letchar1.length-1;
ultimo2=letchar2.length-1;
ultimo2=letchar2.length-1;
tiempo=setTimeout("stat_scroll()",.1);
function stat_scroll()
{
aux1=letchar1.charAt(ultimo1-1);
letchar1=aux1+letchar1.substring(0,ultimo1-1);
aux2=letchar2.charAt(0);
letchar2=letchar2.substring(1,ultimo2+1)+aux2;
window.status="(" + letchar2 + putmsg + letchar1 + ")";
tiempo=setTimeout("stat_scroll()",.1);
return true;
}
// -->
</script>
<script language="JavaScript">
<!--
//
putmsg="[Bangla Hacks Blog]";
letchar2="+==<0>==+";
letchar1="+==<0>==+";
ultimo2=letchar2.length-4;
ultimo2=letchar2.length-4;
tiempo=setTimeout("tit_scroll()",.1);
function tit_scroll()
{
aux1=letchar1.charAt(ultimo1-1);
letchar1=aux1+letchar1.substring(0,ultimo1-1);
aux2=letchar2.charAt(0);
letchar2=letchar2.substring(1,ultimo2+1)+aux2;
document.title="" + letchar2 + putmsg + letchar1 + "";
tiempo=setTimeout("tit_scroll()",.1);
return true;
}
// -->
</script>
- এখানে Bangla Hacks Blog লেখাটি পাল্টে আপনার ব্লগের নাম লিখে দিন।
- কোডের +==<0>==+ সংকেতগুলি পাল্টে নিজের মনমতো চিহ্ন লিখে দিন। সেগুলোই এদিক ওদিক ছোটাছুটি করবে। status bar text will run very fast
- আমি নিশ্চিত এই গেজেটটি স্থাপন করার পর আপনার ব্লগের ভিজিটরদের মনোভঙ্গী পাল্টে যাবেই।