নতুন পোস্ট এডিটর ব্যবহার করে দেখুন

ব্লগার.কম তার ১০ বৎসর পূর্তি উপলক্ষ্যে ব্লগলিখিয়েদেরকে আর একটি উপহার দিয়েছে। এবার তারা ব্লগের 'পোস্ট এডিটর' (Post Editor) এর ডিজাইন ও সুবিধাবলীতে এক নতুন পরিবর্তন এনে দিয়েছে।
এটা আমাদের চির পরিচিত ব্লগ পোস্ট এডিটর। আর নিচের ছবিটি হল নতুন পোস্ট এডিটরের (New Post Editor) । বেশ চকচকে এবং আধুনিক একটা ভঙ্গি রয়েছে।
এই দারুণ ব্লগ এডিটরটি কিভাবে আমাদের ব্লগে একটিভ (Active) করতে পারবো, তা আজকে আমরা আলোচনা করবো।

ব্লগার.কম এ খোলা ব্লগে নতুন পোস্ট এডিটর স্থাপনের পদ্ধতি:
  • ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
  • ড্যাশবোর্ডে (Dashboard) আপনার ব্লগের সেটিংস (Settings) লেখা লিংকে ক্লিক (Click) করুন।
  • আপনি সরাসরি সেটিংস (Settings) এর বেসিক (Basic) অংশে চলে আসবেন।
  • এখানে ডানপাশের স্ক্রলবার (Scrollbar) ড্রাগ (Drag) করে নিচের দিকে চলে আসুন।
  • আমি বোঝার সুবিধার্থে ১, ২, ৩ নম্বর দিয়ে চিহ্নিত করেছি।
  1. Updated editor
  2. Old editor
  3. Hide compose mode
  • ১ নম্বর অপশনটিই আমাদের নতুন পোস্ট এডিটরের সিলেকশন পয়েন্ট।
  • এখানে মাঝের ২ নং Old Editor টি সাধারণত ডিফল্ট হিসেবে সিলেক্ট থাকে।
  • ৩ নং অপশনটি যদি আপনি পছন্দ করেন, তাহলে নিচের ছবির মতো চেহারা হবে আপনার ব্লগের পোস্ট এডিটরের।
  • আপনি যদি HTML Code সম্পর্কে ভালো ধারণা রাখেন তাহলে এই পোস্ট এডিটর মোডে কাজ করে স্বাচ্ছন্দ পাবেন। এই পোস্ট এডিটরে লিখলে WYSIWYG সুবিধাটি পাবেন না।
নতুন পোস্ট এডিটর মেনুতে আপনি কি সুবিধা পাবেন?
  • নতুন এডিটরে সবচাইতে বেশি ফিচার যেখানে যোগ করা হয়েছে, তা হল ছবি (Image) আপলোড (Upload) করা। আপনি ছবি আপলোড করার আইকনটিতে (Icon) যখন ক্লিক করবেন, তখন যে উইন্ডোটি ওপেন হবে, সেই আপলোডারটিকে (Uploader) করা হয়েছে আরও শক্তিশালী ও ফিচারযুক্ত (Feature)। এখানে যতগুলো ছবি আপলোড করবেন, ততগুলো ছবি মেমরীর মতো করে থেকে যাবে। আপনি যতক্ষণ খুলে থাকা পোস্ট এডিটরকে ব্যবহার করবেন, ততক্ষণ আপলোড করা ছবিগুলো আপলোডার মেমরীতে থাকবে। ফলে আপনি একই ছবি বারবার ব্যবহার করতে পারবেন। লেখাকে পোস্ট বা প্রকাশ করলে পোস্টের মেমরী থেকে আপলোড করা ছবিগুলো চলে যাবে।
  • এছাড়াও একটি ছবি আপলোড করার পর সেটাকে রিসাইজ (Resize) বা এলাইনমেন্ট (Alignment) ঠিক করার আর কোন সুবিধা পুরনো অর্থাৎ বর্তমানে চালু থাকা এডিটরে (Old Post Editor) নেই। কিন্তু নতুন পোস্ট এডিটরে (Updated Editor) একটি ছবি আপলোড করার পর সেটাকে এক ক্লিকেই সম্পাদনা (Edit) করার মেনু পেয়ে যাবেন। ফায়ারফক্স দুই ক্লিক (Double Click) লাগতে পারে। পোস্টে আপলোড করার ছবিটির নতুন মেনু থেকে সাইজ ছোট বড় করা, বামে-ডানে সরানো ইত্যাদি কাজগুলো সহজে সারতে পারবেন।
  • ফন্টকে (Font) পরিবর্তন করতে পারবেন খুব সহজে।
  • ফন্টের আকার বদলানো এখন আরো সহজ।
  • টেক্সটের ব্যাকগ্রাউন্ড রঙ পরিবর্তন করতে পারবেন।
  • রঙের প্যালেটের মধ্যেও পরিবর্তন করা হয়েছে। হয়েছে আরও আধুনিক ও কার্যকরী।
  • ব্লগে লেখা HTML কোডগুলো কিভাবে প্রদর্শন করতে চান, তা নির্ধারণ করতে পারবেন সহজে।
  • ব্লগ পোস্টের নিচের এই অংশে পাঠককে মন্তব্য করতে দেয়া বা না দেয়া, ব্যাকলিঙ্ক থাকবে কি থাকবে না এবং HTML Code পরিবর্তন করা বা অক্ষুন্ন রাখা, ব্লগ পোস্টের তারিখ, সময় ঠিক রাখা ইত্যাদি বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন।
  • আপনি কোন এলাকা (Location) থেকে পোস্ট করছেন তা দেখাতে পারবেন।
  • পোস্ট এডিটরের ডানপাশের নিচের কোনায় একটি নতুন বাটন যোগ হয়েছে। তীরের মতো তীক্ষ্ণ জায়গাটিতে মাউসের বাম বোতাম (Left Button) দিয়ে ড্রাগ (Drag) করলে পোস্ট এডিটরটি বড় হবে। আবার ছোট করা যাবে একই অংশে মাউস দিয়ে ড্রাগ করে।
  • লিংক (Link) লেখা খুব সহজ। বর্তমানে যদি সম্পূর্ণ ওয়েব ঠিকানা লিখি তবুও তা হাইপার লিংক হিসেব দেখাতো না। যেমন: http://banglahacks.blogspot.com ঠিকানাটি সম্পূর্ণ অনলাইন ঠিকানা কিন্তু তবুও তা লিংক হিসেবে দেখাচ্ছে না। সম্পূর্ণ ঠিকানাটিকেই লিংক হিসেবে দেখানোর জন্য সম্পূর্ণ ঠিকানাটিকে সিলেক্ট করে লিংক বাটনে ক্লিক করে সম্পূর্ণ ঠিকানাটি আবার লিখতে হতো। লিংক লেখার আরও পদ্ধতি জানুন এই পোস্ট থেকে।
  • কিন্তু নতুন এডিটরে এই সমস্যার সমাধান খুব সহজ একটা পদ্ধতিতে করা হয়েছে। পোস্টের মধ্যেই ওয়েব এড্রেসটি সম্পূর্ণ লিখুন। এবার তা সম্পূর্ণ সিলেক্ট করে পোস্টমেনুর লিংক আইকনে একটি ক্লিক দিলেই তা লিংক হয়ে যাবে। নতুন আর একটি লিংক হোল্ডার ওপেন হবে না। http://banglahacks.blogspot.com
  • সাফারী (Safari) ব্রাউজারে এখন আরও ভাল দেখা যাবে। উইন্ডোজ (Windows) ও ম্যাকিন্টোশ (Macintosh) দুই প্লাটফরমের সাফারীতে বর্তামান এটিটরকে একটু ভিন্নরকম দেখায়। কিন্তু নতুন পোস্ট এডিটরে এ জাতীয় কোন ধরণের সমস্যা হবে না।
  • প্রিভিউ (Preview) ডায়ালগ বক্সটিকে (Dialogue Box) অনেক উন্নত করা হয়েছে। প্রকাশিত পোস্টে (Published Post) আপনার ব্লগের লেখা যত বড় দেখাবে, ঠিক ততবড় আকারেই ফন্টগুলো (Fonts) এই নতুন প্রিভিউতে দেখা যাবে।
  • আনডু (Undo) এবং আবার লেখা বা রিডু (Redo) সুবিধাগুলো রয়েছে।
  • দেখতে চমক লাগানো চকচকে। লোড হয় অপেক্ষাকৃত দ্রুত।
  • ফন্ট স্ট্রাইক থ্রু করতে পারবেন।
তবে যদি আপনি ব্লগে ভিডিও আপলোড/ হোস্ট (Host) করেন (ইউটিউব (Youtube) এর ভিডিও কোড (Video Code) বসানো নয়) তাহলে নতুন এডিটরটি আমি এড়িয়ে চলতে পরামর্শ দেবো। কারণ নতুন পোস্ট এডিটরটিতে ভিডিও আপলোড করার কোন অপশন নাই। এখানে উল্লেখ্য যে ব্লগে যে ভিডিওগুলো আপলোড করা হয়, সেই ভিডিওগুলো 'গুগল ভিডিও' (Google Video) নামক গুগলের আর একটি সুবিধাতে জমা হয়। ইদানীং গুগলের এই 'গুগল ভিডিও'র দিকে মনোযোগ একটু কম।

নতুন পোস্ট এডিটর সম্পর্কে আরও জানুন এখান থেকে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger