কিভাবে একটি জিমেইল একাউন্ট দিয়ে একাধিক ব্লগ তৈরি করবেন

আমার জনৈক ব্লগার (Blogger) অনুরোধ করেছেন যে, কিভাবে তিনি একাধিক ব্লগ (More blog) তৈরি করবেন। আর তার জন্য একাধিক জিমেইল একাউন্ট (Gmail Account) তৈরি করতে হবে কিনা। তাঁর প্রশ্ন শুনে বোঝা যায়, তিনি ব্লগের ভূবনে একজন নতুন অতিথি (New Comer)। তার মতো নতুন অতিথির জন্য আমার সেবার দ্বার সবসময়ই খোলা। আর তাই তার প্রশ্নের উত্তর যদিও আমি মন্তব্য হিসেবে দিয়েছি, তারপরও আরও একটু বিস্তারিতভাবে ছবিসহ ব্যাখ্যা করার জন্য এই পোস্টটি লিখলাম।

হ্যাঁ ভাই/ বোন (তিনি নাম লেখেননি), আপনি একাধিক ব্লগ খুলতে পারবেন। তবে তার জন্য একটি গুগল একাউন্টই (Google Account)যথেষ্ঠ। আপনাকে প্রত্যেকটা ব্লগের (Each Blog) জন্য আলাদা আলাদা ভাবে কোন গুগল একাউন্ট তৈরি করতে হবে না। একটি গুগল একাউন্ট দিয়েই আপনি অনেকগুলো ব্লগ তৈরি করতে ও পরিচালনা করতে পারবেন।

একটি গুগল একাউন্ট দিয়ে একাধিক ব্লগ তৈরির পদ্ধতিটি আমি ধারাবাহিকভাবে বর্ণনা করছি:
  • প্রথমে ব্লগার.কম (Blogger.com) এ গুগল আইডি ও পাসওয়ার্ড (Google ID and Password) দিয়ে লগইন (Login) করুন।
  • উপরের ছবিতে দেখুন, ব্লগারের ড্যাশবোর্ড (Blogger Dashboard) দেখা যাচ্ছে। এখানে ডানপাশের কোনায় (Right Corner) লেখা রয়েছে Create a blog. এই লেখাটির উপরে একবার ক্লিক (Click once) করুন।
  • ২ নং পৃষ্ঠাটি খুলে যাবে। এখানে আপনার ব্লগের প্রত্যাশিত নাম (Expected name), ব্লগের ঠিকানা (Blog URL) এবং ক্যাপচা ভ্যারিফিকেশন কোডটি (Captcha verification code) লিখুন। ব্লগের ঠিকানাটি লভ্য (Available) কিনা, তা Check Availability লেখাতে ক্লিক করে যাচাই করে নিন। যদি আর কেউ এই নামে ব্লগ খুলে থাকে, তাহলে আপনি আর তা নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আর একটি নতুন নাম বাছাই করে নিতে হবে। সবকিছু আপনার অনুকূলে থাকলে Continue বোতামে ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যান।
  • উপরের ছবির মতো পৃষ্ঠায় আপনাকে একটি টেমপ্লেট (Template) পছন্দ করতে হবে। ডিফল্টভাবে (Default) দেয়া টেমপ্লেটগুলির মধ্য থেকে যে কোন একটি ছবির উপরে ক্লিক করে পছন্দ করুন (Choice/ select on)। এবার Continue বোতামে ক্লিক করুন।
  • আপনার ব্লগটি তৈরি হয়ে গেছে- এই মর্মে একটি সফলবার্তা প্রদর্শিত হবে। এখানে Start Blogging বোতামে ক্লিক করে এগিয়ে যান।
  • আপনার নতুন ব্লগের পোস্ট (Post) লেখার পাতাটি খুলে যাবে। এখানে ব্লগের প্রথম পোস্টটি (First Post) লিখুন এবং Publish Post লেখাতে ক্লিক করে নতুন লেখাটি প্রকাশ (Publish) করুন।
এভাবে আপনি একটিমাত্র জিমেইল একাউন্ট (Gmail Account) দিয়ে যত খুশি ব্লগ (Blog) তৈরি করতে পারবেন। আপনাকে আলাদা আলাদা ব্লগের জন্য আলাদা কোন গুগল একাউন্ট খুলতে হবে না।

প্রিয় নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার, আশা করি এবার বিষয়টি বুঝতে আপনার তেমন কোন অসুবিধা হবে না।.
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger