চুরি করা সফটওয়ার (Pirated software) ব্যবহার করলে ভাইরাস আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমরা বাংলাদেশীরা (Bangladeshi) এই বিষয়ে ততটা সচেতন নই। তাই চুরি করা সফটওয়ার থেকে আক্রান্ত পিসিকে (PC) ভাইরাস মুক্ত করতে এন্টিভাইরাস সফটওয়ারটিকেও (Antivirus Software) চুরি করে ব্যবহার করি। ফলে সত্যিকারের সেবা বা সাপোর্ট (Support) পাওয়া অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব নয়। বরং লাইসেন্স করা সফটওয়ার ব্যবহার করলে যে সুবিধাগুলো পাওয়া যায়, তার মর্ম আমরা অনেকেই জানিনা। তারপরও মানুষের মধ্যে সচেতনার পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। ইদানীং বাংলাদেশেও লাইসেন্সযুক্ত এন্টিভাইরাস (Licenced Software) বিক্রির পরিমাণ বাড়ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের সচেতন মানুষরা তাদের উইন্ডোজ পিসিকে ভাইরাসমুক্ত রাখতে টাকা দিয়েই ভাইরাস গার্ড কিনছেন।
যে সব বিখ্যাত এন্টিভাইরাস সফটওয়ারের নাম আমরা জানি তার মধ্যে 'এভাস্ট' (Avast) একটি অন্যতম জনপ্রিয় ভাইরাস গার্ড (Popular Virus Guard)। এই এভাস্ট কোম্পানীরও এন্টারপ্রাইজ এডিশনটি (Enterprise Edition) টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ এর নিরাপত্তা (Security) রীতিমতো সর্বোচ্চ মানের (Professional Quality)। কিন্তু যারা শুধুমাত্র বাড়িতে কম্পিউটার (Home User) ব্যবহার করেন, তাদের তো অত বেশি টাকা দিয়ে এন্টিভাইরাস কেনার প্রয়োজন নেই। কিন্তু তারপরও ব্যক্তিগত তথ্যের মূল্য তো অন্তত: একটা আছে। তার মূল্য আর কেউ না দিক, ব্যক্তির নিজের কাছে তো অনেক বেশি। এভাস্ট কোম্পানী ব্যক্তির এই নিজস্ব মূল্যবোধকে সম্মান করে তাদের 'হোম এডিশন'টির (Home edition) লাইসেন্স একেবারে বিনে পয়সায় (Free) প্রদান করছে।
এই সুবিধাটি আপনিও পেতে পারেন। এজন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। এভাস্ট সাইটে গিয়ে উপরের ছবির মতো জায়গায় অর্থাৎ হোম এডিশনের জায়গায় Register বোতামে ক্লিক করুন। নিচের ছবির মতো একটি পেজ আসবে। এই পেজে আপনার ইমেইল ঠিকানা সহ আরো কিছু তথ্য প্রদান করুন। সবশেষে Register for free licence বোতামে ক্লিক করুন।
আপনার ইমেইল ইনবক্সে (Email Inbox) একটি 'লাইসেন্স কি' (Licence Key) চলে আসবে। সেখানে লেখা থাকবে
Dear user,(000000000000000000000000000 লেখা জায়গাটিতে আপনার জন্য তৈরি করা লাইসেন্স কি'টি লেখা থাকবে। আমার লাইসেন্স কি'টি অন্য কাউকে দেয়া সম্ভব নয় বলে প্রকাশ করলাম না।)
Your registration of avast! 4 Home Edition was successful. You must now
insert your license key into the program.
Your license key is:
---------- cut here ----------
000000000000000000000000000
---------- cut here ----------
Next steps:
1. Check that you have installed avast! antivirus on your computer! To
download avast antivirus now, go to
http://www.avast.com/eng/programs.html
2. Highlight the license key above, then right click on it and select
“Copy”
3. right click the blue “a-ball” in the bottom right corner of the
screen, then left click “About avast!”
4. Left click “License key”
5. Right click in the empty License Key box then select “Paste”
6. Click “OK”. Your license key is now inserted and the program can
now be used free of charge for a further 12 months.
For a video demonstration of how to insert the license key, please click
on the following link:
http://www.avast.com/files/tutorials/insert_key.htm
Please note that under the license conditions avast! 4 Home Edition is
for home, personal and non-commercial use only. Commercial versions of
avast! can be found at http://www.avast.com/eng/desktop_solutions.html
If you experience any difficulties inserting the license key, please
click here:
http://www.avast.com/eng/faq-registration-license.html
Thank you for choosing avast! antivirus software.
The ALWIL Software team.
Avast website থেকে ডাউনলোড (Download) করা এন্টিভাইরাস হোম এডিশন (Avast Antivirus Home Edition) সফটওয়ারটি ইনস্টল (Install) শেষে 'লাইসেন্স কি' চাইলে আপনাকে পাঠিয়ে দেয়া 'লাইসেন্স কি' (Licence Key) টি লিখে দিন। আপনার কম্পিউটারের এভাস্ট এন্টিভাইরাস গার্ডটি লাইসেন্সযুক্ত হয়ে যাবে।
এই লাইসেন্সের আওতায় আপনি নিয়মিত ভাইরাস ডাটা (Virus Date) আপডেট (Update) করতে পারবেন। আর এর মেয়াদ ১ বৎসর (1 year)। ১ বৎসর শেষে আবার একই পৃষ্ঠায় গিয়ে পূর্বের ইমেইল এড্রেস দিয়ে নতুন 'লাইসেন্স কি' পেয়ে যাবেন। আর এটাও পাবেন একেবারে বিনাপয়সায়।
এখানে ক্লিক করে একটি 'লাইসেন্স কি'র জন্য ফরম পূরণ করুন এবং আপনার 'এভাস্ট এন্টিভাইরাস হোম এডিশন'টির পরিচয়কে সন্দেহমুক্ত করুন।