স্বাভাবিকভাবে একটি প্রশ্ন এসে যায় যে ন্যাভবারটি দিয়ে আমরা কি কি করতে পারি?
- প্রথমে রয়েছে সার্চ বক্স (Search box)। একেবারে বামপাশে লাল রঙের দাগ দিয়ে চিহ্নিত সাদা অংশটি হচ্ছে আপনার ব্লগের নিজস্ব সার্চ ইঞ্জিন (Personal search engine)। এই ব্লগ থেকে যদি কোন শব্দ বা বাক্য (Word or Sentence) খুঁজে নিতে চান, তা সে বাংলা (Bangla) বা ইংরেজি (English) বা যে ভাষারই হোকনা কেন, তাহলে তা এই সার্চ বক্সে লিখে Search Blog লেখাতে (সবুজ রঙের দাগ দিয়ে চিহ্নিত) ক্লিক (Click) করুন। কিছুক্ষণের মধ্যেই সার্চ রেজাল্ট (Search result) আপনার ব্লগের শরীরে প্রদর্শিত হবে। যদি ন্যাভবারটিকে ঢেকে রাখেন, তাহলে এই শক্তিশালী সার্চ ইঞ্জিনটি আপনি পাবেন না। আপনাকে আলাদাভাবে একটি নিজস্ব ব্লগ সার্চ ইঞ্জিন তৈরি করে নিতে হবে। একটি নিজস্ব ব্লগ সার্চ ইঞ্জিন তৈরি করার পদ্ধতি রয়েছে এই পোস্টে।
- ন্যাভবারে থাকা সার্চ ইঞ্জিনের পাশে লেখা রয়েছে FLAG BLOG, এটা খুবই দরকারি একটি বিষয়। ধরা যাক আপনি ব্লগস্ফিয়ারে ঘুরতে ঘুরতে একটি ব্লগ পেলেন, যা অশ্লীল (Porno) বা আপনার চোখে খুবই খারাপ ধরণের কিছু। সে ক্ষেত্রে এই FLAG BLOG লেখাটিতে ক্লিক করে আপনি ব্লগার.কমকে সেই ব্লগটি সম্পর্কে অভিযোগ করতে পারেন। সাধারণত স্প্যাম (Spam) জাতীয় ব্লগগুলোকে চিহ্নিত করার জন্য এই বাটনটির বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কেউ যদি আপনার লেখা কপি (Copy) করে প্রকাশ করে, কোন জাতি, সম্প্রদায় সম্পর্কে ঘৃণা বিদ্বেষ ছড়ায় (Racism), কপিরাইট (Copyright) ভঙ্গ করছে এমন কোন কিছু ব্লগে থাকে, অর্থাৎ কোননা কোনভাবে আইন ভঙ্গ (Violation of law) করা হচ্ছে বলে আপনার মনে হয়, তাহলে এই বাটনটি (Button) ব্যবহার করুন।
- এর পাশের বাটনটি একটি অসাধারণ বাটন। NEXT BLOG লেখাতে ক্লিক করে আপনি ব্লগার.কমতে তৈরি করা ব্লগগুলিতে একেরপর এক ভ্রমণ (Visit blogsphear) করতে পারবেন। যদি হাতে কিছু করার মতো কিছু না থাকে, যদি সময় থাকে, যদি অলস (Idle time) বসে থাকেন, কিংবা যদি নানাজনের নানারকম ব্লগ পড়ার আগ্রহ থাকে, তাহলে অনায়াসে এই বাটনটি ব্যবহার করতে পারেন। NEXT BLOG লেখাতে ক্লিক করে ব্লগারের ব্লগস্ফিয়ারে ভ্রমণ করার অভিজ্ঞতা সত্যিই মজার। ওয়ার্ডপ্রেস ব্লগেও এই সুবিধাটি রয়েছে, কিন্তু এই Next blog বাটনটি সেখানে লগইন (Login) করার পরেই পাওয়া যায়। ব্লগারের মতো লগআউট (Logout) অবস্থাতে এটা নিস্ক্রিয় (Inactive) থাকে।
- New Post লেখাটিতে ক্লিক করে একটি নতুন পোস্ট লিখতে পারবেন।
- Customize লেখাতে ক্লিক করে ব্লগটিকে নতুনভাবে কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ সরাসরি আপনার ব্লগের ড্যাশবোর্ডে (Dashboard) চলে যেতে পারবেন।
- Sign Out লেখাতে ক্লিক করে ব্লগার (Blogger.com) থেকে লগআউট (Logout) হতে পারবেন।
#navbar-iframe {opacity:0.0;filter:alpha(Opacity=0)}আশা করি কোনরকম সমস্যা হবে না। তারপরও কোন সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।
#navbar-iframe:hover {opacity:1.0;filter:alpha(Opacity=100,FinishedOpacity=100)}