এ জন্য আপনি প্রথমে আপনার ব্লগে লগইন করুন। লেআউট ট্যাবে গিয়ে পেজ এলিমেন্ট সেকশনে যান। সেখানে এড পেজ এলিমেন্ট বাটনে(Add Page Element) প্রেস করে html বা জাভাস্ক্রিপ্ট(Add HTML / JAVASCRIPT) বক্স নিন। এই বক্সে নিচের কোডটি কপি করে পেস্ট করুন। ব্লগ প্রিভিউ করুন। দেখবেন আপনার নিজস্ব সার্চ বক্স তৈরি হয়ে গেছে।
<form id="searchThis" action="/search" style="display:inline;" method="get"><input id="searchBox" name="q" type="text"/> <input id="searchButton" value="Go" type="submit"/></form>
এই সেই সার্চ ইঞ্জিন যা আপনি তৈরি করছেন।
এছাড়াও আর একটি পদ্ধতি দিয়ে আপনি সার্চ ইঞ্জিন বানাতে পারেন। প্রয়োজনীয় কোডটি নিচে উল্লেখ করা হল।
<p align="center"><form id="searchthis" action="/search" style="display:inline;" method="get"><input id="search-box" name="q" size="25" type="text"/><input id="search-btn" value="Search" type="submit"/></form></p>
এই কোডটি স্থাপন করলে ফলাফল হবে: