কিভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করবেন

ব্লগে একটি নিজস্ব সার্চ ইঞ্জিন অনেকেই যোগ করতে চান। এই সার্চ ইঞ্জিন দিয়ে আপনার ব্লগে সার্চ করা যাবে। এতে সুবিধা হল যে অনলাইনের সমস্ত ওয়েবপেজকে সার্চ করার প্রয়োজন নেই। শুধু এই ব্লগটি সার্চ করা হল। অনেক সময় পুরনো কোন লেখাকে তাৎক্ষণিকভাবে খোঁজার দরকার হতে পারে। এরকম ক্ষেত্রে এই ছোট্ট সার্চইঞ্জিনটির কোন জুড়ি নেই।

এ জন্য আপনি প্রথমে আপনার ব্লগে লগইন করুন। লেআউট ট্যাবে গিয়ে পেজ এলিমেন্ট সেকশনে যান। সেখানে এড পেজ এলিমেন্ট বাটনে(Add Page Element) প্রেস করে html বা জাভাস্ক্রিপ্ট(Add HTML / JAVASCRIPT) বক্স নিন। এই বক্সে নিচের কোডটি কপি করে পেস্ট করুন। ব্লগ প্রিভিউ করুন। দেখবেন আপনার নিজস্ব সার্চ বক্স তৈরি হয়ে গেছে।

<form id="searchThis" action="/search" style="display:inline;" method="get"><input id="searchBox" name="q" type="text"/> <input id="searchButton" value="Go" type="submit"/></form>

এই সেই সার্চ ইঞ্জিন যা আপনি তৈরি করছেন।



এছাড়াও আর একটি পদ্ধতি দিয়ে আপনি সার্চ ইঞ্জিন বানাতে পারেন। প্রয়োজনীয় কোডটি নিচে উল্লেখ করা হল।
<p align="center"><form id="searchthis" action="/search" style="display:inline;" method="get"><input id="search-box" name="q" size="25" type="text"/><input id="search-btn" value="Search" type="submit"/></form></p>

এই কোডটি স্থাপন করলে ফলাফল হবে:
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger