সমস্ত ব্লগ কোডের <head> এবং </head> লেখার মাঝামাঝি যে কোন স্থানে নিচের কোডটি সম্পূর্ণ বসিয়ে দিন। সেভ করুন। তারপর ব্লগটিকে একবার রিফ্রেস করুন। দেখবেন আপনার ব্লগের ন্যাভবার কোথায় যে লুকিয়ে গেছে, আপনি নিজেই খুঁজে পাবেন না।
#navbar-iframe {
height: 0px;
visibility: hidden;
display: none;
}