ব্লগারে যেসব ব্লগ আছে সেগুলোর মাথার উপরে একটি নীল রঙের (ডিফল্ট) লম্বা বার থাকে। একে ন্যাভবার (Navigation bar) বলে। ব্লগারের লেআউট (Layout) এর Edit Htmlকোডের মধ্যে একটুখানি কোড বসিয়ে দিলে এই বারটিকে লুকিয়ে রাখা যায়।
সমস্ত ব্লগ কোডের <head> এবং </head> লেখার মাঝামাঝি যে কোন স্থানে নিচের কোডটি সম্পূর্ণ বসিয়ে দিন। সেভ করুন। তারপর ব্লগটিকে একবার রিফ্রেস করুন। দেখবেন আপনার ব্লগের ন্যাভবার কোথায় যে লুকিয়ে গেছে, আপনি নিজেই খুঁজে পাবেন না।
#navbar-iframe {
height: 0px;
visibility: hidden;
display: none;
}