কিভাবে ন্যাভবারকে ঢেকে রাখবেন?

ব্লগারে যেসব ব্লগ আছে সেগুলোর মাথার উপরে একটি নীল রঙের (ডিফল্ট) লম্বা বার থাকে। একে ন্যাভবার (Navigation bar) বলে। ব্লগারের লেআউট (Layout) এর Edit Htmlকোডের মধ্যে একটুখানি কোড বসিয়ে দিলে এই বারটিকে লুকিয়ে রাখা যায়।

সমস্ত ব্লগ কোডের <head> এবং </head> লেখার মাঝামাঝি যে কোন স্থানে নিচের কোডটি সম্পূর্ণ বসিয়ে দিন। সেভ করুন। তারপর ব্লগটিকে একবার রিফ্রেস করুন। দেখবেন আপনার ব্লগের ন্যাভবার কোথায় যে লুকিয়ে গেছে, আপনি নিজেই খুঁজে পাবেন না।


#navbar-iframe {
height: 0px;
visibility: hidden;
display: none;
}
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger