জিমেইলের অফিসিয়াল ব্লগে এই ঘোষণাটা দেয়া হয়েছে। এর আগে গুগলটকে ভয়েস মেইল করা যেত। এছাড়াও বিভিন্ন সফটওয়ার দিয়েও ভিডিও চ্যাট করা যেত। ইয়াহু মেসেঞ্জারএও রয়েছে ভিডিও চ্যাটিং সুবিধা। এখন আর গুগলটকের দরকার নেই। জিমেইলে লগইন থেকেই আপনি ভিডিও চ্যাট করতে পারেন।
মাত্র ৪৮০ কি.বাইট এর একটি এডঅন(Add on) এই ঠিকানা থেকে ডাউনলোড করে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। এই এডঅনটি প্রচলিত সবকটি ব্রাউজারকে সাপোর্ট করে তৈরি করা হয়েছে। আপাতত এই এডঅনটি শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করবে। পরবর্তিতে অন্য অপারেটিং সিস্টেমের উপযোগী করেও তৈরি করা হবে। এডঅনটি ইনস্টল করার পরে জিমেইলে লগইন করলে Video & More অপসন পাওয়া যাবে। এটাতে ক্লিক করলে পপআপ মেনু উত্তোলন হবে। আপনি যার সাথে ভিডিও চ্যাট করতে চান তার কম্পিউটারেও এই ভিডিও এডঅনটি ইনস্টল থাকতে হবে। তাকে আমন্ত্রণ জানিয়ে আপনি শুরু করে দিন ভিডিও চ্যাট। এ বিষয়ে ইউটিউবে একটি টিউটোরিয়াল আপলোড করা হয়েছে। টিউটেরিয়ালটি নিম্নরূপ:-