বাংলাদেশে লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মুক্ত ঘরানার লিনাক্স সিস্টেমের জনপ্রিয়তার প্রধান কারণ হল এটা ব্যবহার করার জন্য কোনরকম টাকা পয়সা দিতে হয় না। এর ইনস্টলার সিডি বিনেপয়সায় সংগ্রহ করা যায় আবার বন্ধুকেও উপহার দেয়া যায়। যা উইন্ডোজএ কোনক্রমেই আইনগতভাবে সম্ভব নয়। লিনাক্সের আরও একটি বিশেষ সুবিধা হল এটাতে ভাইরাস আক্রমণ নেই বললেই চলে। আসলে বললেই চলে বলাটা ঠিক হল না। বলতে হবে যে লিনাক্সের জন্য কেউ ভাইরাস বানায় না। প্রোগ্রামাররা নিজেরাই লিনাক্সের উন্নতি করেছে। লিনাক্স কিনতে হয় না। লিনাক্সের কোন একক কর্তৃপক্ষ নেই, তাই মাথার উপর খবরদারী করবারও কেউ নেই। ফলে প্রতিভাবান প্রোগ্রামাররা লিনাক্সের উপর চটা নয়। একারণে লিনাক্স সিস্টেমের ক্ষতি করার কথাও কেউ ভাবে না।
বাংলাদেশে লিনাক্সকে জনপ্রিয় করে তোলার জন্য এর মধ্যে বাংলা লেখা ও দেখার সুবিধাটুকু সম্পূর্ণ থাকা প্রয়োজন। কিন্তু লিনাক্সে আমাদের জানাশোনা কম বলে এই সুবিধা তৈরি করা অর্থাৎ কম্পিউটার ও ব্রাউজারকে কনফিগারেশন করার জন্য তাৎক্ষণিকভাবে পরামর্শ পাওয়া কঠিন হয়ে পরে। এজন্য লিনাক্সের দুটো বিখ্যাত ঘরানার মধ্যে বাংলা কনফিগারেশনের দুটি লিংক দেয়া হল।