ফায়ারফক্স মেনুর জনপ্রিয় আইটেম কি? এই মূল প্রশ্নকে সামনে রেখে গত ফেব্রুয়ারি মাসে মজিলা ল্যাবের টেস্ট পাইলট টিম একটি পরীক্ষা করেছে। তারা তিনটি মূল প্রশ্নকে সামনে রেখে একটি নিবিড় গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। এর উদ্দেশ্যে ছিল ফায়ারফক্সকে আরও বেশি ব্যবহারবান্ধব করে গড়ে তোলা।
তাদের তিনটি মূল প্রশ্ন ছিল:
- কোন মেনু আইটেম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
- কোন মেনু আইটেম সবচেয়ে কম ব্যবহৃত হয়?
- নির্দিষ্ট প্রয়োজনীয় কাজ করার জন্য মেনুবারের বাটনগুলো নিয়ে কতবেশি সময় ব্যবহারকারীরা ব্যয় করে।
দেখা গেছে যে ব্যবহারকারীরা "ক্লোজ ট্যাব" বোতামটি সবচাইতে বেশি ব্যবহার করে। এর পর যথাক্রমে 'নতুন ট্যাব', 'বুকমার্ক', 'ব্যাক', 'রিলোড', 'কপি', 'ফাইন্ড', 'ওপেন লোকেশন' ইত্যাদি বোতামগুলো পরপর ব্যবহৃত হয়। এই তথ্যগুলো কিবোর্ড শর্টকাট ও মাউস দিয়ে ক্লিক করে ব্যবহার করা দুটোকেই গণনায় ধরেছে।
বিস্তারিত তথ্যগুলো জানতে মজিলাল্যাব সাইটে ভ্রমণ করুন।