ফায়ারফক্সের জনপ্রিয় মেনু আইটেম

 What are the most popular Firefox menu items
ফায়ারফক্স মেনুর জনপ্রিয় আইটেম কি? এই মূল প্রশ্নকে সামনে রেখে গত ফেব্রুয়ারি মাসে মজিলা ল্যাবের টেস্ট পাইলট টিম একটি পরীক্ষা করেছে। তারা তিনটি মূল প্রশ্নকে সামনে রেখে একটি নিবিড় গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। এর উদ্দেশ্যে ছিল ফায়ারফক্সকে আরও বেশি ব্যবহারবান্ধব করে গড়ে তোলা।

তাদের তিনটি মূল প্রশ্ন ছিল:
  • কোন মেনু আইটেম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  • কোন মেনু আইটেম সবচেয়ে কম ব্যবহৃত হয়?
  • নির্দিষ্ট প্রয়োজনীয় কাজ করার জন্য মেনুবারের বাটনগুলো নিয়ে কতবেশি সময় ব্যবহারকারীরা ব্যয় করে।
তথ্য পাওয়ার পর দেখা গেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য।

দেখা গেছে যে ব্যবহারকারীরা "ক্লোজ ট্যাব" বোতামটি সবচাইতে বেশি ব্যবহার করে। এর পর যথাক্রমে 'নতুন ট্যাব', 'বুকমার্ক', 'ব্যাক', 'রিলোড', 'কপি', 'ফাইন্ড', 'ওপেন লোকেশন' ইত্যাদি বোতামগুলো পরপর ব্যবহৃত হয়। এই তথ্যগুলো কিবোর্ড শর্টকাট ও মাউস দিয়ে ক্লিক করে ব্যবহার করা দুটোকেই গণনায় ধরেছে।

বিস্তারিত তথ্যগুলো জানতে মজিলাল্যাব সাইটে ভ্রমণ করুন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger