igoogle এ ব্লগার পোস্ট গেজেট এই লেখাটি প্রকাশ করার পরের মেসেজ এখন আপনি ইচ্ছে করলে
iGoogle এবং
Gmail এর যে কোন একটা থেকেই নিজের ব্লগার.কম এর ব্লগে পোস্ট করতে পারবেন। এর জন্য আলাদা করে ব্লগার.কম সাইটে লগইন করতে হবে না। যেমন: এই পোস্টটি আমি লিখছি আমার igoogle এর ব্লগার পোস্ট গেজেট দিয়ে। এই গেজেটটি দিয়ে আপনি শুধুমাত্র টেক্সটভিত্তিক লেখা ব্লগে প্রকাশ করতে পারবেন। কিন্তু কোন ছবি বা ভিডিও যোগ করতে পারবেন না। (আমি এই পর্যন্ত আইগুগল থেকে লিখে পোস্ট করবো। ছবি প্রকাশের জন্য ব্লগারের এডিট থেকে পোস্টটিকে সম্পাদনা করে ছবি যোগ করবো।)
(ব্লগারের Edit Posts থেকে লেখা শুরু)igoogle এ এই ব্লগার পোস্ট গেজেটটি পেতে নিচের বাটনটিতে ক্লিক করুন।
জিমেইলে এই গেজেটটি পেতে Settings > Labs মেনুতে ক্লিক করুন। একেবারে শেষে একটি নতুন স্টাফ আছে
।
এখানে Enable লেখার পাশের রেডিও বোতামটিতে ক্লিক করে সেভ করুন।
সেটিংস মেনু থেকে বের হয়ে এলে বামপাশের সাইডবারে নতুন
Blogger Post Gadget দেখতে পারবেন
।
এখানে নিচের URL টি লিখে দিন।
http://www.blogger.com/gadgets/post.xml
ব্যাস হয়ে গেল। এবার জিমেইলে প্রবেশ করেই ব্লগারে পোস্ট লেখা শুরু করে দিন।