iGoogle এবং Gmail এ ব্লগার পোস্ট গেজেট

igoogle blogger post gadgetigoogle এ ব্লগার পোস্ট গেজেট
igoogle blog post publishedএই লেখাটি প্রকাশ করার পরের মেসেজ
এখন আপনি ইচ্ছে করলে iGoogle এবং Gmail এর যে কোন একটা থেকেই নিজের ব্লগার.কম এর ব্লগে পোস্ট করতে পারবেন। এর জন্য আলাদা করে ব্লগার.কম সাইটে লগইন করতে হবে না। যেমন: এই পোস্টটি আমি লিখছি আমার igoogle এর ব্লগার পোস্ট গেজেট দিয়ে। এই গেজেটটি দিয়ে আপনি শুধুমাত্র টেক্সটভিত্তিক লেখা ব্লগে প্রকাশ করতে পারবেন। কিন্তু কোন ছবি বা ভিডিও যোগ করতে পারবেন না। (আমি এই পর্যন্ত আইগুগল থেকে লিখে পোস্ট করবো। ছবি প্রকাশের জন্য ব্লগারের এডিট থেকে পোস্টটিকে সম্পাদনা করে ছবি যোগ করবো।)
(ব্লগারের Edit Posts থেকে লেখা শুরু)

igoogle এ এই ব্লগার পোস্ট গেজেটটি পেতে নিচের বাটনটিতে ক্লিক করুন।

Add to iGoogle

জিমেইলে এই গেজেটটি পেতে Settings > Labs মেনুতে ক্লিক করুন। একেবারে শেষে একটি নতুন স্টাফ আছে
Add any gadget by urlএখানে Enable লেখার পাশের রেডিও বোতামটিতে ক্লিক করে সেভ করুন।

সেটিংস মেনু থেকে বের হয়ে এলে বামপাশের সাইডবারে নতুন Blogger Post Gadget দেখতে পারবেন

এখানে নিচের URL টি লিখে দিন।
http://www.blogger.com/gadgets/post.xml
ব্যাস হয়ে গেল। এবার জিমেইলে প্রবেশ করেই ব্লগারে পোস্ট লেখা শুরু করে দিন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger