নতুন থীমকে সাজানোর জন্য একটি নতুন আইকন প্যাক যোগ করা হয়েছে। এর নাম ubuntu-mono (monochrome) iconpack। এর সাথে ম্যাচ করার জন্য কিছু হালকা গোলাপী আইকন রেখে দেয়া হয়েছে।
নিচে নতুন উবুন্টু লিনাক্স ১০.০৪ (লুসিড লিংক্স) বেটা ভার্সন রিলিজের কিছু স্ক্রীণশট দেয়া হল।
বুট স্ক্রীণ
ডেস্কটপ ও লাইট মেটাসিটি অ্যামবিয়েন্স থীম
রেডিয়েন্স থীম
নতুনভাবে সাজানো সফটওয়ার সেন্টার
শেষ পর্যন্ত MeMenu তে নিজের ছবি যোগ করার সুযোগ রাখা হয়েছে
নতুন ভলিউম বার। আগে খাড়াখাড়ি ভলিউম কমাবাড়ার সুবিধা ছিল। এবার পাশাপাশি করা হয়েছে।
শাটডাউন বাটনকে নতুনভাবে সাজানো হয়েছে।
নতুন রূপ পেয়েছে রিস্টার্ট মেনু।
লগআউট বাটনও পেয়েছে নতুন রঙের রিটাচ।উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা) থাকলে নিচের কমান্ডটি টারমিনালে প্রয়োগ করে আপডেট করে নিন।
update-manager -dআর যদি Ubuntu Lucid ISO file (Alpha 1, 2, 3 or প্রতিদিনের ISO) থাকে, তাহলে অটোমেটিক আপডেট হয়ে যাবে।
আর নতুন করে ডাউনলোড করে নিতে পারবেন নিচের লিংক থেকে
http://www.ubuntu.com/testing/lucid/beta1

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

