উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙক্স) বেটা ১ প্রকাশিত হয়েছে

উবুন্টু লিনাক্স ১০.০৪ (লুসিড লিংক্স) বেটা ভার্সন প্রকাশিত হয়েছে। যেরকম আশা করা হয়েছিল। ঠিক সেরকমভাবেই অপারেটিং সিস্টেমের বাহ্যিক পরিবর্তন তথা থীমের পরিবর্তনগুলোর প্রতিফলন দেখা গেছে। হালকা থীম প্যাক দিয়ে সাজানো এই বেটা ভার্সনে বেগুনি রঙের ওয়ালপেপার তো আছেই, সেই সাথে মেনুবারের বাটনগুলো বামপাশে নিয়ে আসে হয়েছে।

নতুন থীমকে সাজানোর জন্য একটি নতুন আইকন প্যাক যোগ করা হয়েছে। এর নাম ubuntu-mono (monochrome) iconpack। এর সাথে ম্যাচ করার জন্য কিছু হালকা গোলাপী আইকন রেখে দেয়া হয়েছে।

নিচে নতুন উবুন্টু লিনাক্স ১০.০৪ (লুসিড লিংক্স) বেটা ভার্সন রিলিজের কিছু স্ক্রীণশট দেয়া হল।
Ubuntu+10.04+Lucid+Lynx+Beta+1+boot+splashবুট স্ক্রীণ
Ubuntu 10.04 Lucid Lynx Beta 1 releasedডেস্কটপ ও লাইট মেটাসিটি অ্যামবিয়েন্স থীম
Ubuntu 10.04 Lucid Lynx Beta 1 themeরেডিয়েন্স থীম
Ubuntu 10.04 Lucid Lynx Beta 1 software centerনতুনভাবে সাজানো সফটওয়ার সেন্টার
Ubuntu 10.04 Lucid Lynx Beta 1  memenuশেষ পর্যন্ত MeMenu তে নিজের ছবি যোগ করার সুযোগ রাখা হয়েছে
Ubuntu 10.04 Lucid Lynx Beta 1  volumeনতুন ভলিউম বার। আগে খাড়াখাড়ি ভলিউম কমাবাড়ার সুবিধা ছিল। এবার পাশাপাশি করা হয়েছে।
Ubuntu 10.04 Lucid Lynx Beta 1 shutdownশাটডাউন বাটনকে নতুনভাবে সাজানো হয়েছে।
Ubuntu 10.04 Lucid Lynx Beta 1 restart buttonনতুন রূপ পেয়েছে রিস্টার্ট মেনু।
Ubuntu 10.04 Lucid Lynx Beta 1 logoutলগআউট বাটনও পেয়েছে নতুন রঙের রিটাচ।
উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা) থাকলে নিচের কমান্ডটি টারমিনালে প্রয়োগ করে আপডেট করে নিন।
update-manager -d
আর যদি Ubuntu Lucid ISO file (Alpha 1, 2, 3 or প্রতিদিনের ISO) থাকে, তাহলে অটোমেটিক আপডেট হয়ে যাবে।
আর নতুন করে ডাউনলোড করে নিতে পারবেন নিচের লিংক থেকে
http://www.ubuntu.com/testing/lucid/beta1

 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger