লিনাক্সের জন্য অপেরা ১০.৫১ ডেব. আরপিএম ইত্যাদি প্যাকেজ

opera sartpageঅপেরা স্টার্টপেজ
ব্রাউজার যুদ্ধে আরেকটি অগ্রসৈনিক "অপেরা ব্রাউজার"। এতদিন লিনাক্সের জন্য এর আলাদা কোন প্যাকেজ ছিল না। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যই অপেরা তৈরি করা হত। কিন্তু ১০ তম রিলিজ থেকে অপেরা কর্তৃপক্ষের মানসিকতার কিছুটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। আমি কিছুদিন আগে ১০.১০ ভার্সন ডাউনলোড করেছি। ব্যবহার করছি। ফায়ারফক্সের মতো না হলেও একেবারে মন্দ নয়। অন্ততঃ ইন্টারনেট এক্সপ্লোরারের চাইতে তো উন্নত।
সম্প্রতি অপেরা ১০.৫১ ভার্সন প্রকাশিত হয়েছে। অপেরা সাইটে গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলে এই ভার্সনটি পাওয়া যাবে না। এর জন্য অপেরার অন্য একটি পেজে যেতে হবে। এখানে বিভিন্ন লিনাক্সের জন্য বিভিন্নরকমের প্যাকেজ আছে। প্রয়োজনমতো ডাউনলোড করে নেয়া যাবে।

যদি উবুন্টু থেকে অপেরা সাইটের ডাউনলোড বাটন প্রেস করেন, তাহলে নিম্নোক্ত অপশনটি আসবে। এখানে অপারেটিং সিস্টেম বুঝে ডাউনলোড করতে পারবেন।
Opera for ubuntuউপরের ছবিতে দেখুন, উবুন্টুর জন্য অপেরা সিলেক্ট হয়েছে দেখা যাচ্ছে। এবং ফায়ারফক্সের ডিফল্ট ডাউনলোডার দিয়ে ডাউনলোড শুরু হয়ে গেছে।
Opera 10.10 downloading
Opera 10.10 ডাউনলোড পেজ। কিন্তু আমরা আলাদাভাবে অপেরা ১০.৫১ ডাউনলোড করতে পারি। নিচের স্ক্রীণশট দেখুন।
Opera .deb tar.bz2 rpm package download ftpঅপেরা .deb tar.bz2 rpm ইত্যাদি ধরণের প্যাকেজ ডাউনলোডের পাতা
এই পাতাটির লিংক http://snapshot.opera.com/unix/snapshot-6252/
নতুন অপেরাতেও আহামরি তেমন কোন উন্নতি লক্ষ্য করা গেল না। আগের সমস্যাগুলো এটাতেও বর্তমান রয়েছে। বিশেষ করে ফন্ট সমস্যাটির কোন সমাধান এটাতেও হয়নি।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger