উবুন্টু আর মিন্ট লিনাক্সকে প্রচার করুন

Ubuntu BD web-button
Ubuntu BD web-button
Ubuntu BD web-button
Linux Mint BD Web-button
Linux Mint BD Web-buttonএগুলো ওয়েববাটন। উবুন্টুবিডি ও লিনাক্সমিন্ট বিডিকে ভালোবেসে তৈরি করেছেন সুখ্যাত ব্লগার "অভ্রনীল"। বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে পাইরেসির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং তাদেরকে পাইরেটেড সফটওয়ার ব্যবহার করার গ্লানি থেকে মুক্ত করার লক্ষ্যে উবুন্টুবিডি ও লিনাক্সমিন্ট অক্লান্ত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তারা সচেতন ও আত্মবিশ্বাসী দেশপ্রেমিক তরুণ প্রজন্মকে চুরি করা উইন্ডোজ ব্যবহারের বিরুদ্ধে আগ্রহী করে তুলতে পেরেছে। "অভ্রনীল" বিষয়টিকে আরও বর্ণিল করে তোলার জন্য এই ওয়েবাটনগুলো তৈরি করেছেন। আপনারা নিজেদের ব্লগ ও ওয়েবসাইটে এই বাটনগুলো ব্যবহার করুন। আর ব্যাকলিংক হিসেবে দিন উবুন্টু-বিডিলিনাক্সমিন্ট-বিডি‘র ওয়েবসাইট।

ব্যবহার করার পদ্ধতি ও ফোরাম এবং ওয়েবসাইটের জন্য BBCode/ Htmlcode রয়েছে 'অভ্রনীল' এর ব্লগে। বিস্তারিত জানার জন্য তার ব্লগের "উবুন্টু আর মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে…" পোস্টটি এখুনি ভ্রমণ করুন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger