গুগল আমাকে সরি বলেছে

google said sorry to meগুগলে একটা শব্দের অর্থ সার্চ করছিলাম। কিন্তু ফলাফল না দেখিয়ে মেসেজ দেখাল। বললঃ
We're sorry...
...but your computer or network may be sending automated queries. T protect our users, we can't process your request right now.
To continue searching, please type the characters you see below:
ক্যাপচা বর্ণগুলো টাইপ করে আমাকে প্রমাণ করতে হল যে আমি একজন মানুষ, কোন রোবট নই।

উল্লেখ্য যে, সেই মুহূর্তে আমি কোন সাইট ব্রাউজ, কিংবা কোন ফাইল ডাউনলোড করছিলাম না। অথবা আমার উবুন্টু সিস্টেম আপডেট হচ্ছিল না। আমি উপরের মেনুবারে থাকা নেটস্পিড এর দিকে তাকিয়েছিলাম। ইন্টারনেট যোগাযোগ স্থিমিত ছিল। অর্থাৎ ডাউনলোড 10B/s এবং আপলোড 0B/s দেখাচ্ছিল। তারপরও গুগল কেন এরকম মেসেজ দেখাল বুঝতে পারলাম না।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger