গুগলে একটা শব্দের অর্থ সার্চ করছিলাম। কিন্তু ফলাফল না দেখিয়ে মেসেজ দেখাল। বললঃWe're sorry...ক্যাপচা বর্ণগুলো টাইপ করে আমাকে প্রমাণ করতে হল যে আমি একজন মানুষ, কোন রোবট নই।
...but your computer or network may be sending automated queries. T protect our users, we can't process your request right now.
To continue searching, please type the characters you see below:
উল্লেখ্য যে, সেই মুহূর্তে আমি কোন সাইট ব্রাউজ, কিংবা কোন ফাইল ডাউনলোড করছিলাম না। অথবা আমার উবুন্টু সিস্টেম আপডেট হচ্ছিল না। আমি উপরের মেনুবারে থাকা নেটস্পিড এর দিকে তাকিয়েছিলাম। ইন্টারনেট যোগাযোগ স্থিমিত ছিল। অর্থাৎ ডাউনলোড 10B/s এবং আপলোড 0B/s দেখাচ্ছিল। তারপরও গুগল কেন এরকম মেসেজ দেখাল বুঝতে পারলাম না।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

