উবুন্টুতে ফোল্ডার আইকন সহজে পরিবর্তন করার পদ্ধতি

সাধারণত কম্পিউটারের ফোল্ডার আইকনগুলো সব একই রকমের হয়। যদি সিস্টেমে থীম পরিবর্তন করি, তাহলে সবকটি ফোল্ডার একসাথে পরিবর্তিত হয়ে যায়। উবুন্টুতে আমরা ইচ্ছে করলে প্রত্যেকটা ফোল্ডারের আইকন নিজের ইচ্ছামতো পাল্টিয়ে নিতে পারি। আর এর জন্য কোন জটিল প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে হবে না। মাত্র দু'একটি ক্লিকেই কাজটি সেরে ফেলা সম্ভব। নিচের এই ছবিটি দেখুন:
changed folder icon in ubuntu
এখানে চারটি ফোল্ডারের আইকন চাররকম। কি অদ্ভূত ব্যাপার তাইনা? অদ্ভূত হলেও এটা কিন্তু বেশ প্রয়োজনীয় হয়ে কখনো কখনো দেখা দেয়। অফিসের কাজ, বাড়ির কাজ, গানের ফোল্ডার, মুভির ফোল্ডার ইত্যাদির ফোল্ডারগুলোর আইকন আলাদা আলাদা রাখলে প্রয়োজনের সময় চট করে খুঁজে পাওয়া বেশ সহজ হয়।

উবুন্টুতে কাজটি করার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা নিম্নরূপঃ
  1. যে কোন একটি ফোল্ডারের উপর মাউসের ডানবোতাম ক্লিক করুন।
  2. ড্রপ ডাউন মেনু থেকে একেবারে নিচের Properties সিলেক্ট করুন।
  3. folder properties
  4. বামপাশের ফোল্ডার আইকনটির উপর মাউসের বামবোতামের একটি ক্লিক দিন।
  5. পছন্দের ছবি ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করুন।
  6. Close চাপুন।
  7. ব্যাস হয়ে গেল।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger