সাধারণত কম্পিউটারের ফোল্ডার আইকনগুলো সব একই রকমের হয়। যদি সিস্টেমে থীম পরিবর্তন করি, তাহলে সবকটি ফোল্ডার একসাথে পরিবর্তিত হয়ে যায়। উবুন্টুতে আমরা ইচ্ছে করলে প্রত্যেকটা ফোল্ডারের আইকন নিজের ইচ্ছামতো পাল্টিয়ে নিতে পারি। আর এর জন্য কোন জটিল প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে হবে না। মাত্র দু'একটি ক্লিকেই কাজটি সেরে ফেলা সম্ভব। নিচের এই ছবিটি দেখুন:
এখানে চারটি ফোল্ডারের আইকন চাররকম। কি অদ্ভূত ব্যাপার তাইনা? অদ্ভূত হলেও এটা কিন্তু বেশ প্রয়োজনীয় হয়ে কখনো কখনো দেখা দেয়। অফিসের কাজ, বাড়ির কাজ, গানের ফোল্ডার, মুভির ফোল্ডার ইত্যাদির ফোল্ডারগুলোর আইকন আলাদা আলাদা রাখলে প্রয়োজনের সময় চট করে খুঁজে পাওয়া বেশ সহজ হয়।
উবুন্টুতে কাজটি করার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা নিম্নরূপঃ