Today we will learn how to setup co.cc domain with blogger.com blog.
তো আসুন, আজ আমরা বুঝে নেই, কিভাবে co.cc থেকে নেয়া ডোমেইনের সাথে blogger.com এর ব্লগকে সংযুক্ত করতে হয়।
- প্রথমেই co.cc সাইটে গিয়ে একটি একাউন্ট খুলুন করুন। এখানে create an account now লেখা লিংকে ক্লিক করে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে।
- সবকটি ঘর প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন। শেষে Terms of Service স্বীকার করে নিয়ে Create an account now লেখা বাটনে ক্লিক করুন।
- এবার আপনার পছন্দের ডোমেইনটি অন্য কেউ নিয়ে নেবার আগেই আপনি নিয়ে নিন।
- যদি পছন্দের ডোমেইন নামটি অন্য কেউ না নিয়ে থাকে, তাহলে তা Available দেখা যাবে। Continue to registration লেখা কমলা রঙের বোতামে ক্লিক করে এগিয়ে যান।
- Your new domain has been successfully registered. আপনি এখন পছন্দের ডোমেইনের গর্বিত মালিক। Setup লেখা বোতামে ক্লিক করুন।
- আপনার পছন্দের নামের ডোমেইনটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে। এবার ৪৮ ঘন্টার মধ্যেই কিন্তু ডোমেইনটির সেটআপ সম্পূর্ণ করতে হবে। না হলে Co.cc কর্তৃপক্ষ ডোমেইনটি মুছে ফেলবে। Please domain setup now লেখা লিংকে ক্লিক করে পরবর্তী ধাপের দিকে এগিয়ে যান।
- উপরের ছবির মতো পাতায় ডোমেইন সেটআপের বিভিন্ন অপশন আছে। আমরা blogger.com এর ব্লগ নিয়ে যেহেতু কাজ করছি সেহেতু ২ নং অপশনটি (Zone Records) সিলেক্ট করব।
- ২ নং অপশনের Zone Records অংশেই আমাদেরকে কিছু পরিবর্তন করতে হবে। তাই Edit/ Add Zone Records (A, MX, NS, CNAME, TXT) লেখা লিংকে ক্লিক করে এগিয়ে যেতে হবে।
- এখানে Type লেখার পাশের ড্রপডাউন মেনু থেকে 'A' সিলেক্ট করুন। স্বয়ংক্রিয়ভাবে আপনার ডোমেইন নামটি Host এর ঘরে লেখা হয়ে যাবে। নিচের Value লেখা ঘরে IP Adress 64.202.189.170 লিখে দিন। TTL পরিবর্তন করতে হবে না। Set up লেখাতে ক্লিক করুন। সেভ হয়ে যাবে।
- আবারও একটি Add a record নামক হালকা নীল রঙের বক্স আসবে। এখানে CNAME Record লিখতে হবে। Type লেখার পাশের ড্রপডাউন মেনু থেকে CNAME নির্বাচন করুন। স্বয়ংক্রিয়ভাবে www যুক্ত হয়ে ডোমেইনের নাম Host ঘরে লেখা হয়ে যাবে। নিচের Value লেখা ঘরে ghs.google.com লিখে দিন। TTL পরিবর্তন করতে হবে না। Set up লেখা কমলা রঙের বোতামে ক্লিক করুন।
- co.cc তে ডোমেইন সেটআপের কাজ সম্পূর্ণ হয়েছে।
- এবার আপনাকে blogger.com এ লগইন করে ব্লগটিকে নতুন ডোমেইনের সাথে যোগ করতে হবে। আর তার পদ্ধতি জানুন কিভাবে ব্লগার.কম এর ব্লগকে নিজস্ব ডোমেইনের সাথে সংযুক্ত করতে হয় এই লিংক থেকে।