ব্লগার.কম ব্লগে স্ট্যাটিক পেজ স্থাপন করার পদ্ধতি

আমরা এর আগের একটি পোস্টে ব্লগার.কম এ খোলা ব্লগে ওয়ার্ডপ্রেসের মতো পেজ তৈরি করার পদ্ধতি জানিয়েছিলাম। নতুন পোস্ট লিখে সেটাকেই মেনুবারে স্ট্যাটিক পেজ হিসেবে স্থাপন করার ধারণা আমরা ব্লগার.কম এর ব্লগে অনেক আগে থেকেই ব্যবহার করে আসছি। কিন্তু এবার ব্লগার.কম একটি নতুন সুবিধা তাদের ওয়েবওয়ারটিতে যোগ করেছে। এর মাধ্যমে আমরা ব্লগার.কম এর ব্লগে আলাদাভাবে স্ট্যাটিক পেজ তৈরি করতে পারবো।

খবরটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের ২০ তারিখে। কিন্তু আমি এত দেরী করে আপনাদেরকে খবরটি জানাচ্ছি তার কারণ হল যে এটাতে এতদিন বিভিন্নরকম ত্রুটি ছিল। কখনও ঠিকমতো দেখাতো না। আবার কখনও বা পেজগুলি লোড হতো না। এইসব কিছু ত্রুটি ঠিক করে নতুন করে ঘোষণা দেয়া হয়েছে ফেব্রুয়ারির ৩ তারিখে। তারপরও এই সুবিধাটা সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। শুধুমাত্র যারা draft.blogger.com ব্যবহার করেন, তারাই এই সুবিধাটা উপভোগ করতে পারবেন। We have discussed about how to make a static page like wordpress on blogger.com blog.

তাহলে আসুন, আজ আমরা জেনে নিই কিভাবে ব্লগার.কম এ খোলা ব্লগে পেজ ব্যবহার করা যায়।
  • প্রথমে draft.blogger.com ঠিকানায় আপনার প্রচলিত গুগল আইডি ও পাসওয়ার্ড (Google ID and Password) দিয়ে লগইন (Login) করুন। At first login in draft.blogger.com with your google id and password.
  • ড্যাশবোর্ডে (Dashboard) আপনার ব্লগের Edit Posts লেখাতে ক্লিক করুন। New Post লেখাতে ক্লিক করেও এগিয়ে যেতে পারেন।
  • Edit page
  • Edit Pages লেখাতে ক্লিক করলে পেজ এডিট (Page Edit) করার ট্যাবে (Tab) চলে আসবেন।
  • Creat a new page
  • উপরের ছবিতে দেখুন এখনও কোন পেজ তৈরি করা হয়নি। তাই কোন পেজের তালিকা দেখা যাচ্ছে না। এই ট্যাবে NEW PAGE অথবা Create a page লেখা লিংকে ক্লিক করুন।
  • Write a new page
  • উপরের ছবিতে নতুন পেজ লেখার এডিটর (Post Editor) দেখা যাচ্ছে। পোস্ট লেখার মতো করে এখানে বিভিন্নভাবে লিখিত টেক্সটকে ফরমেট করতে পারবেন, লিংক স্থাপন, ছবি বা ভিডিও স্থাপন সবই করতে পারবেন। যে বিষয়ে পেজ তৈরি করছেন, সে বিষয়ে প্রাসঙ্গিক তথ্য লিখে লেখাটি Publish Page লেখাতে ক্লিক করে প্রকাশ করুন।
  • Page options
  • পেজ এডিটরের নিচে লেখা Post Options লেখাতে ক্লিক করে বিভিন্নরকম সেটিংস পরিবর্তন করতে পারবেন। তার মধ্যে প্রথমেই রয়েছে যে আপনি ইচ্ছে করলে পাঠককে এই পেজটিতে মন্তব্য করতে দিতে পারেন কিংবা বন্ধ রাখতে পারেন। Allow অথবা Don't Allow লেখাতে ক্লিক করে আপনার পছন্দ নির্বাচন করুন। ডিফল্টভাবে Don't Allow তে সিলেক্ট হয়ে থাকে।
  • Add a Page gadget on blog
  • পেজটি পাবলিশ (Publish) হওয়ার পর আপনার সামনে যে অপশনটি আসবে তা হল যে এবার একটি পেজ গেজেট ব্লগে স্থাপন করা দরকার। আপনি কিভাবে তা স্থাপন করতে চান? সাইডবারে, নাকি পোস্টের উপরে নাকি কোন গেজেট স্থাপন করতে চাননা। ম্যানুয়ালি পেজটির লিংক কোথাও লাগিয়ে দেবেন- তা রেডিও বোতামে সিলেক্ট করে SAVE AND PUBLISH লেখাতে ক্লিক করে প্রকাশ করুন।
  • আপনার ব্লগে একটি পেজ প্রকাশিত হয়ে যাবে। এভাবে আপনি About, Contact ইত্যাদি পেজ তৈরি করতে পারবেন।
  • আবারও Edit Pages ট্যাবটিতে যদি যান, তাহলে আপনার প্রকাশিত পেজগুলোকে একঝলক দেখে নিতে পারবেন। নিচের ছবি দেখুন।
  • Edit pages tab
  • এখানে প্রকাশিত পেজগুলি হালকা নীল রঙে এবং অপ্রকাশিত পেজগুলি হালকা ধূসর রঙে দেখা যাবে। আপনি ইচ্ছে করলে প্রকাশিত বা অপ্রকাশিত পেজগুলি এখান থেকেই সম্পাদনা করতে পারবেন।
  • এবার ব্লগের Layout > Page Elements ট্যাবে চলে যান। যদি পেজ গেজেট স্থাপন করেন তাহলে তাকে এখানে দেখে নিতে পারবেন। আর যদি না করে থাকেন, তাহলে এখান থেকে যে কোন সাইডবার বা যে কোন জায়গার Add new gadget এ ক্লিক করে একটি পেজলিস্ট মেনু স্থাপন করতে পারবেন। পরে সেটাকে ড্রাগ করে যে কোন জায়গায় নিয়ে যাওয়া যাবে।
  • গেজেটটির পাশের Edit লেখা লিংকে ক্লিক করে এর কিছু সেটিংস পরিবর্তন করতে পারবেন।
  • Configure page list
  • Edit লেখাতে ক্লিক করলে যে ডায়ালগ বক্স ওপেন হবে, সেখানে বেশ কিছু অপশন থাকবে। এখানে Home বোতামটির নাম পরিবর্তন করতে পারবেন। কোন কোন পেজ দেখাতে চান, তা টিক চিহ্ন দিয়ে নির্বাচন করতে পারবেন। কিংবা কোন পেজের পর কোন পেজ রাখতে চান, তাও নির্বাচন করতে পারবেন।
  • আশা করি এবার আপনার ব্লগে একটি স্ট্যাটিক পেজ স্থাপন করতে কোনরকম অসুবিধা হবে না।
সুবিধাঃ
  • ব্লগে About, Contact, Foreword ইত্যাদি পেজ রাখা যেতে পারে। এতে ব্লগের পাঠকদের কাছে প্রয়োজনীয় তথ্যগুলো সহজে পৌছানো সম্ভব হয়।
অসুবিধাঃ
সতর্কতাঃ
  • এখনও এই পেজ সুবিধাটি সাধারণ সব ব্লগারের জন্য উন্মুক্ত রাখা হয়নি। অর্থাৎ এই সুবিধাটি আপনি blogger.com ঠিকানায় পাবেন না। আপনাকে draft.blogger.com এ লগইন করতে হবে।
  • এখনও এতে কিছু ত্রুটি থেকে গেছে। আপনার ক্ষেত্রে কাজ নাও করতে পারে।
  • প্রয়োজনে Blogger Help এর এই পাতাটি একবার দেখে নিতে পারেন
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger