ব্লগপোস্টে Show/ Hide বোতাম লাগিয়ে টেক্সট ঢেকে রাখুন

যদি এমন হতো যে কোন লেখার কোন লাইন বা একটা প্যারাগ্রাফ বা কিছু অংশকে একটু লুকিয়ে বা ঢেকে রাখলাম আর একটি বোতাম থাকল, যেটাতে ক্লিক করে পাঠক লেখাটি পড়ে নিতে পারবে। বোঝাতে পারলাম না? আচ্ছা নিচের Show/ Hide বোতামটিতে একবার ক্লিক করে দেখুন। নিজেই বুঝতে পারবেন।

আপনার মূল লেখার ভূমিকা বা সারাংশ এখানে থাকবে।

আচ্ছা, এবার তাহলে বলেই ফেলি এই মজার এবং কাজের কাজীকে কিভাবে কাজে লাগানো যায়, তাইনা? ও হো, বলতে ভুলে গেছি। এই টুলটিকে আপনি ব্লগের Read More... হিসেবেও ব্যবহার করতে পারেন। কথা থাক, এবার কাজের কথায় আসি।

ব্লগারের পোস্ট এডিটরে গিয়ে ডানপাশে থাকা Edit Html ট্যাবে ক্লিক করুন। এবার নিচের কোডটি কপি করে পোস্ট এডিটরের প্রয়োজনীয় জায়গায় পেস্ট করুন। পোস্টটি PUBLISH করুন। ব্রাউজারে ব্লগ ভিজিট করুন। কোডটিকে নিজেই সক্রিয় দেখতে পারবেন।
Today we will know how to add a show/hide button on blogpost. I think it is a very dramatic tips.
মূল লেখার ভূমিকা বা সারাংশ অংশ এখানে লিখুন।
<div id="spoiler" style="display:none">
লেখার বাকী অংশ বা সম্পূর্ণ লেখার মূল অংশ এখানে লিখুন।
</div>
<button title="Click to show/hide content" type="button" onclick="if(document.getElementById('spoiler') .style.display=='none') {document.getElementById('spoiler') .style.display=''}else{document.getElementById('spoiler') .style.display='none'}">Show/ Hide</button>

আপনি ইচ্চে করলে লাল রঙের Show/ Hide লেখাটি পরিবর্তন করে যে কোন শব্দ লিখে দিতে পারবেন।
বেশ মজার জিনিস, তাইনা? আর শুধু কি মজার? কোন কাজে কি লাগবে না? আপনি কি বলেন?
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger