Docky is very funny and lovely menu bar for ubuntu linux.
তাহলে শুরু করা যাকঃ
যদি আপনার সিস্টেমে Gnome Do ইনস্টল করা থাকে, তাহলে একে স্টার্ট করে GNOME Do preferences খুলুন। Appearance হিসেবে Docky থীম হিসেবে নির্বাচিত করুন। ব্যস হয়ে গেল। এখন থেকে Docky আপনার সিস্টেমের GNOME Do এর সম্মুখভাগ (Frontend) হিসেবে চিহ্নিত হয়ে যাবে। আর যদি সিস্টেমে GNOME Do ইনস্টল করা না থাকে, তাহলে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন। উল্লেখ্য যে GNOME Do উবুন্টুর নিজস্ব Synaptic Package Manager থেকে ইনস্টল করে নিতে পারবেন।
Now start to install docky in ubuntu 9.10 with 3 easy steps.
আসুন মাত্র তিনটি কমান্ডের মাধ্যমে আমরা ডকি ইনস্টল করে নেই।
প্রথমে Docky PPA যোগ করতে হবে। এর জন্য Terminal খুলে নিচের কমান্ডটি দিয়ে দিন
sudo add-apt-repository ppa:docky-core/ppaএবার সোর্স ফাইলকে আপডেট করতে হবে। এর জন্য নিচের কমান্ডটি দিতে হবে
sudo aptitude updateএবার Docky ইনস্টল করুন নিচের কমান্ডটি দিয়ে
sudo aptitude install dockyসিস্টেমে ডকি ইনস্টল হয়ে গেছে। Applications > Accessories > Docky এখানে খুঁজে পাবেন।
আপনি অবশ্য ইচ্ছে করলে সিস্টেম স্টার্ট হওয়ার সাথে সাথে ডকিকে চালু করে নিতে পারেন। সেটা করতে হবে ডকির নিজস্ব কনফিগারেশন উইন্ডো থেকে।
Here are some key features of docky menu bar. It can zoom an item up to 400 percent.
সংক্ষেপে ডকি'র কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যঃ
- এর উপর ফাইল, ফোল্ডার, এপ্লিকেশন যে কোন কিছু Drag করে ছেড়ে এনে দিলেই হবে।
- Drag and Drop নিয়মেই যেকোন আইটেম বাদ দেয়া যাবে।
- ডক এর কোন ফোল্ডারের মধ্যে Drag and Drop নিয়েম যে কোন ফাইল রাখা যাবে। Trash এর মধ্যেও এটা কাজ করবে অর্থাৎ মুছে ফেলা যাবে।
- ক্ষেত্রবিশেষ কোন ইমেজের প্রিভিউ দেখা যাবে
- সত্যিকারের বাঁকানো জুম
- ক্লিক করলে এনিমেশন কাজ করে
- ডানে বামে Drag করে আইটেমগুলোকে সরানো যায়
- একাধিক উইন্ডোকে দেখা যায়
- যে কোন আইটেমের উপরে মাউস নিয়ে গেলে তার নাম দেখা যায়
- আইটেমের উপরে রাইট ক্লিক করে প্রয়োজনীয় তথ্যসহ একটি মেনু পাওয়া যায়
- উপরের ছবিতে দেখুন আমি ফায়ারফক্সে আইকনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করেছি। প্রয়োজনীয় কমান্ডগুলো সহ একটি মেনু খুলে গেছে।
মেনুটির মধ্যে Settings লেখাতে ক্লিক করুন
এই শক্তিশালী কনফিগারেশন উইন্ডো থেকে ডকি'র থীম, সাইজ, আইকন জুম হওয়ার আকার, 3D Background ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।
Docky এখনও GNOME Do এর ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে, তাই কিছু কিছু বাগ আপনার কাছে এসেই ধরা দিতে পারে। এইসব বাগ সম্পর্কে রিপোর্ট করতে মূল ওয়েবসাইট ভিজিট করুন।
Docky এর ওয়েবসাইট ঠিকানাঃ https://launchpad.net/docky