২০০৯ সালের নোবেল পুরস্কার কুইজ গেম খেলুন

আমরা ব্লগে নানারকম উইজেট/ গেজেট লাগাই। বিভিন্নরকম তথ্যেমূলক গেজেটের পাশাপাশি অনেকে বিভিন্নরকম গেমের গেজেট লাগান। আমি আজ আপনাদেরকে একটি গেম গেজেটের কথা জানাবো। এটা সাধারণ জ্ঞান পরীক্ষার গেজেট। ২০০৯ সালে যাঁরা নোবেল পুরস্কার পেয়েছেন, তাঁদের সম্পর্কে আপনি কতটুকু তথ্য জানেন, তা এই গেজেটের মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে। নিচে এই কুইজ গেমটি স্থাপন করা হল।



তাহলে এখনই শুরু করে দিন আপনার সাধারন জ্ঞানের খেলা। দেখি কতগুলো প্রশ্নের উত্তর আপনার জানা আছে। মন্তব্য আকারে জানাবেন কি?

আপনি কি নিজের ব্লগে এই গেজেটটি লাগাতে চান? তাহলে নিচের কোডটি কোন HTML/ Javascript গেজেটে স্থাপন করুন। অথবা আমার মতো ব্লগ পোস্টের ভেতরেও স্থাপন করতে পারেন।
<iframe src="http://nobelprize.org/prog/php/iframe/quiz/index.php" height="405" width="480" frameborder="0" scrolling="no" style="border:0;" ></iframe>
এই গেজেটটি নেয়া হয়েছে নোবেলপ্রাইজ.অর্গ সাইটের এই পাতা থেকে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger