Parsix Linux: ইরানের নিজস্ব লিনাক্স

Parsix Linuxআজ আমি ডেবিয়ানভিত্তিক আর একটি লিনাক্স ডিস্ট্রোর খবর জানাচ্ছি। পারস্য / ইরানের সৌন্দর্য ও আকর্ষণ নিয়ে Parsix Linux ওপেন সোর্স জগতে পা রেখেছে। তৈরি হয়েছে Kanotix এবং Dabianকে ভিত্তি ধরে। এর সহজ ইনস্টল সিস্টেম, দ্রুততর চালু হওয়া এবং KDE ও GNOME এর বিভিন্ন এপ্লিকেশনের মিশ্রণে সজ্জিত পারসিক্স লিনাক্স ধীরে ধীরে লিনাক্স ব্যবহারকারীদের দৃষ্টি কেড়ে নিচ্ছে। যদিও এই ডিস্ট্রিবিউশনটির একটি স্ট্যাবল রিলিজ (Stable Release) বের হয়েছে, তারপরও এটা এখনও আসলে দিনে দিনে আরও বেশি পরিণত হচ্ছে। বতর্মানে এটা ডেস্কটপ এনভায়রণমেন্ট হিসেবে GNOME'কে সম্পূর্ণভাবে বেছে নিয়েছে। ফলে ডেবিয়ান বা উবুন্টু ব্যবহারকারীরা এই পারসিক্স লিনাক্স ব্যবহার করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পারসিক্স টিমের উদ্দেশ্য হিসেবে তাদের নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে:
Our goal is to provide a ready to use, easy to install, desktop and laptop optimized operating system based on Debian's testing branch and the latest stable release of GNOME desktop environment.
একটিমাত্র সিডির মধ্যে জনপ্রিয় ওপেন সোর্স (মুক্ত) সফটওয়ারগুলোকে একসাথে যোগ করে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য এরা আপ্রাণ চেষ্টা করে চলেছে। ইরানের সাধারণ জনগণ বাংলাদেশের মানুষের মতো পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করে অভ্যস্ত। কপিরাইট আইন নিয়ে সরকারের যথাযথ সতর্ক দৃষ্টি না থাকায় ইরানের সাধারণ মানুষ উইন্ডোজকেই একমাত্র অপারেটিং সিস্টেম হিসেবে জেনে থাকে। এই ভুল ধারণা ভাঙার জন্য সর্বপ্রথম কাজ শুরু করে লিনাক্সপ্রেমী Alan Baghumian; পরবর্তীতে ছোট ভাই Armen'কে সাথে নিয়ে ইরানে লিনাক্সকে জনপ্রিয় করার মিশনে নামেন। এরই অংশ হিসেবে পারসিক্স লিনাক্সের জন্ম। ২০০৬ সালে এর প্রথম রিলিজ প্রকাশিত হয়। ২০১০ সালের ফেব্রুয়ারির ০৭ তারিখে এর শেষ ভার্সনটি (3.0r2 (Kev) প্রকাশ হয়েছে। i386 এবং amd64 দুই রকম আর্কিটেকচারের জন্য দুইরকমের রিলিজ আছে।

এরাও উবুন্টু বা মিন্টের মতো প্রতিটি রিলিজের একটি করে কোডনাম রাখবে বলে চিন্তা করেছে। পরের ভার্সন থেকে প্রতিটি রিলিজের একটি নাম রাখবে। এই নামগুলো নেয়া হবে জনপ্রিয় এনিমেশন সিনেমা Happy Feet থেকে। পরের রিলিজের নাম রাখা হবে 'Barry'।

যেসব প্যাকেজ Parsix linux এর রিলিজগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে হবে সেগুলো হল:
  • abiword
  • alse-lib
  • amarok
  • all-driver
  • bind
  • compiz
  • cups
  • db
  • dhcp
  • emacs
  • evolution
  • firefox
  • freetype
  • gcc
  • gimp
  • glibc
  • gnucash
  • gnumeric
  • grub
  • gtk+
  • hal
  • httpd
  • inkscape
  • kdebase
  • koffice
  • libgome
  • linux
  • module‌-init-tools
  • mono
  • mysql
  • nautilus
  • NVIDIA
  • Openoffice.org
  • openssh
  • openssl
  • perl
  • php
  • pidgin
  • postfix
  • postgresql
  • Python
  • qt-x11
  • samba
  • sendmail
  • thunderbird
  • udev
  • vim
  • xfce
  • xine-lib
  • xorg-server
ইতিমধ্যে বেশ কিছু লিনাক্স সম্পর্কিত সাইটে Parsix Linux এর রিভিউ প্রকাশিত হয়েছে।
  • 3.0r2 রিলিজ নিয়ে পড়তে পারেন linuxbsdos.com তে প্রকাশিত হওয়া রিভিউটি।
  • পারসিক্স লিনাক্সের উদ্যোক্তার সাক্ষাৎকারটি একবার দেখে নিন Distrowatch সাইট থেকে।
মূল ওয়েবসাইট http://www.parsix.org
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger