জাবি'র ভর্তি পরীক্ষার ফল ২৫ জানুয়ারি অনলাইনে প্রকাশ হবে

আগামী ২৫ জানুয়ারি ২০০৯, সোমবার তারিখ বেলা ১১টার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষার এই ফল একই সাথে পাঁচটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাৎক্ষণিকভাবে ফল পেতে ওয়েবসাইটগুলো থেকে নিজের রোল ও কলেজ কোড ব্যবহার করতে হবে। ওয়েবসাইট ছাড়া যে কোন মোবাইল ফোন (বাংলাদেশের অভ্যন্তরে) থেকে মেসেজের মাধ্যমে এই ফল সংগ্রহ করা যাবে। এছাড়াও ওই একই দিনে সংশ্লিষ্ট কলেজগুলির প্রতিনিধির নিকট এই ফল বিতরণ করা হবে।
National University honours admission result will publish 25 January 2009.

সম্মান শ্রেণীতে ভর্তিচ্ছু ছাত্ররা নিম্নোক্ত ওয়েবসাইটগুলি থেকে নিজেদের ভর্তি পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করে নিতে পারবে।
সাধারণত পরীক্ষার ফলাফল যেদিন প্রকাশ হয়, সেদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোতে অতিরিক্ত চাপ পড়ে। BTCL এর যারা গ্রাহক তাদের জন্য এই সাইটগুলো খোলা খুব কঠিন হয়ে পড়ে। রীতিমতো ধৈর্যের পরীক্ষা দিয়ে ফল সংগ্রহ করতে হয়। অনেক সময় তাও সম্ভব হয়ে পড়ে না। সেক্ষেত্রে হাতে থাকা মোবাইল ফোন (Mobile Phone) দিয়েই ভর্তি পরীক্ষার ফল সংগ্রহ করা সম্ভব। এজন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে (Message option) গিয়ে নিচের মতো একটি মেসেজ টাইপ করুন এবং তা পাঠিয়ে দিন 4636 নাম্বারে।Get national University honours admission result from website and mobile phone.
  • nu at (College code)(Roll NO)
উল্লেখ্য যে প্রথম ব্রাকেটগুলো টাইপ করবেন না।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger