বাংলা হ্যাকস ব্লগকে ফলো করুন। আজ 'বাংলা হ্যাকস' ব্লগে ব্লগারের ফলোয়ার গেজেট স্থাপন করলাম। এই গেজেট যখন প্রথম প্রকাশ করা হলো, তখনই এর খবর জানিয়ে ২০০৮ সালের ১৩ অক্টোবর তারিখে একটি পোস্ট প্রকাশ করেছিলাম। এতদিন এই গেজেটটি ব্যবহার করা হয়নাই। এখন মনে হচ্ছে আপনাদের সবার সাথে বন্ধুত্ব করার এই সহজ সুবিধাটা কেন আমি ব্যবহার করবো না। আমরা নিজেদের বিপদে, সমস্যায় একে অপরের উপকারের জন্য যখন চেষ্টা করি, তখন তো আমরা বন্ধু হয়েই গেছি। তাই না? এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আর সেই প্রকাশ্য বন্ধুত্বের ছাপ রাখার জন্য প্রয়োজন 'ফলোয়ার গেজেট'। আমি আপনার বন্ধু হতে চাই। "যদি বন্ধু হও, তাহলে হাতটা বাড়াও।" আমার এই সদিচ্ছা বা ঘোষণাটাই কি 'বাংলা হ্যাকস' ব্লগের বন্ধু হবার জন্য যথেষ্ঠ নয়? আপনার কি মত?
* ফলোয়ার গেজেট লাগিয়েছি ব্লগের নিচে ডানপাশে।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

