সাবডোমেইন তৈরি করুন নিজস্ব ডোমেইনে

ইদানীং বাংলা ভাষায় ওয়েবসাইট তৈরির উৎসব শুরু হয়ে গেছে। অনেকেই নিজস্ব ডোমেইন কিনে ব্লগিং শুরু করে দিয়েছেন। পাঠকদের সাথে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি করতে গিয়ে বিভিন্ন প্রয়োজনে সাবডোমেইন তৈরি করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নিজস্ব ডোমেইনের সাথে একটি সাবডোমেইন তৈরি করা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। সাবডোমেইন তৈরি করতে ইচ্ছুকদেরকে সাহায্য করার জন্য বাংলা ভাষায় কোন টিউটোরিয়াল নেই। তাই আমার স্বল্পজ্ঞানে যতটুকু জানি তাকে সম্বল করে কিভাবে সাবডোমেইন তৈরি করা যায় সেবিষয়ে একটি পোস্ট দিলাম। আজ আমরা জানবো নিজস্ব ডোমেইনে সাথে কিভাবে একটি সাবডোমেইন তৈরি করা যায় তার বিশদ পদ্ধতি। বিশেষভাবে উল্লেখ্য যে একাধিক পাঠকের অনুরোধের কারণে এই পোস্টটি একটু তাড়াহুড়া করে লিখছি। কোন জায়গায় ভুল থেকে গেলে, বুঝতে না পারলে, বা সমস্যা হলে তা মন্তব্য আকারে জানানোর জন্য সবিশেষ অনুরোধ করছি।
This is a tutorial on how to setup subdomain on Godaddy.com control panel?

আমি যেহেতু Godaddy.com থেকে ডোমেইন নিয়েছি। সেহেতু এই প্রতিষ্ঠানের কন্ট্রোল প্যানেল থেকেই বর্ণনাটি দিব। ছবিগুলোও নেয়া হয়েছে Godaddy এর Control panel থেকে।
All pictures are taken from godaddy control panel.
  • Godaddy এর ওয়েবসাইটে নিজের ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • এখানে ডোমেইন তালিকায় নির্দিষ্ট ডোমেইনের নামের পাশে লেখা Advanced details লেখা লিংকে ক্লিক করুন। নিচের ছবিতে জায়গাটিকে চিন্হিত করে দেয়া আছে।
  • domain name list godaddy control panel
  • Advanced details লেখা লিংকে ক্লিক করলে আপনি সেই ডোমেইনের যাবতীয় সেটিংস এবং বিভিন্ন তথ্য সম্বলিত আর একটি পেজে যাবেন।
  • create or manage subdomains
  • এখানে বিভিন্ন তালিকগুলোর সবার নিচে বামপাশে Subdomain এর তালিকা রয়েছে। এই তালিকার উপরে লেখা রয়েছে Forward Subdomains: 88 Available Manage। এখানে Manage লেখার নিচে দেখুন Underline রয়েছে। এই Manage লেখাতে ক্লিক করুন। আর একটি উইন্ডো খুলে যাবে। (সাধারণত Godaddy ৯০টা সাবডোমেইন খোলার সুযোগ দেয়। আমি ইতিমধ্যে দুইটি সাবডোমেইন তৈরি করেছি। তাই আরও ৮৮টি সাবডোমেইন আমি যে খুলতে পারবো সেকথা বলছে। আপনার ক্ষেত্রে এই সংখ্যাটি কমবেশি হতে পারে।) নিচের ছবি দেখুন:
  • Creating a subdomain
  • এই পাতায় আমার পূর্বেই খোলা দুইটি সাবডোমেইনের নাম দেখাচ্ছে। একই পেজ থেকে আমি পূর্বের সাবডোমেইনগুলির কোন সেটিংস পরিবর্তন করতে পারবো। এই পাতার মাঝামাঝি বামপাশে দেখুন। নীল রঙে লেখা Add Subdomain এর উপরে ক্লিক করুন। আর একটি উইন্ডো আসবে।
  • Add or saving a subdomain
  • উপরে ছবির মতো পাতায় দুটি বক্স আপনাকে পূরণ করতে হবে। Add Subdomain লেখার নিচের বক্সে যে নামে সাবডোমেইন খুলতে চাচ্ছেন, তা লিখুন। দেখুন বক্সের ডানপাশে হালকা রঙে মূল ডোমেইনের ঠিকানা লেখা রয়েছে। অর্থাৎ যে সাবডোমেইনটি খুলবেন, তার ডানপাশে ডিফল্টভাবে মূল ডোমেইনের নাম লেখা থাকবে। এক্ষেত্রে নতুন সাবডোমেইনটির নাম দিচ্ছি bhsubdomain আর এর ঠিকানা হবে মূল ডোমেইনের সাথে যুক্ত হয়ে অর্থাৎ bhsubdomain.banglahacks.com
  • Forward this subdomain to এর নিচের ঘরে সম্পূর্ণ ঠিকানা লিখে দিন। এবার OK লেখাতে ক্লিক করুন।
  • কয়েক সেকেন্ডের মধ্যে আপনার নতুন সাবডোমেইন তৈরি হয়ে যাবে
এবার আপনার নতুন তৈরি করা সাবডোমেইনের জন্য নতুন CNAME Record তৈরি করতে হবে। এর জন্য একই পাতার উপরের দিকের Total DNS Control লেখার উপর ক্লিক করুন। Total DNS Control প্যানেলে প্রবেশ করবেন। এখানে নিচের ছবিতে খেয়াল করুন।
  • ডানপাশে লাল দাগ চিহ্নিত জায়গায় Add New CNAME Record লেখাতে ক্লিক করুন। একটি নতুন ডায়ালগ বক্স খুলে যাবে।
  • এখানে Enter an Alias Name এর ঘরে নতুন সাবডোমেইনের নামটি লিখুন। আমি লিখেছি bhsubdomain, এরপর Points To Hose Name এর ঘরে ghs.google.com লিখুন, TTL এর ঘরে 1 Hour অপরিবর্তিত রেখে দিন। এবার ডানপাশে নিচে লেখা OK বাটনে ক্লিক করুন। আর একটি পেজ খুলে গিয়ে আপনার পরিবর্তন করা তথ্যগুলি নিশ্চিত করবে।
  • এই প্রসঙ্গে বিশেষ করে মনে রাখতে হবে যে সাবডোমেইনের জন্য A Record বানাতে হবে না। শুধু নতুন CNAME Record তৈরি করলেই হবে।
  • সাবডোমেইন একটিভ হতে কয়েকমিনিট থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
## নতুন তৈরি করা সাবডোমেইনের সাথে আপনি কোথায় হোস্ট করা ব্লগকে সংযুক্ত করতে চান? ব্লগার.কম এ খোলা কোন ব্লগ কি? যদি ব্লগার.কম খোলা কোন ব্লগকে নতুন তৈরি করা সাবডোমেইনের সাথে সংযুক্ত করতে চান, তাহলে এই পোস্টটি এখুনি পড়ে নিন।
# আপনাদের বোঝার সুবিধার জন্য এই পোস্ট লেখার সাথে সাথে তৈরি করা সাবডোমেইনটি একবার দেখে নিন এই লিংক থেকে। নাম Bangla Hacks Subdomain
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger