এবার অনলাইনে পছন্দের রঙ বেছে নিন

ব্লগের রঙ পরিবর্তন করতে গিয়ে বা অনলাইনে বিভিন্ন কাজ করতে গিয়ে অনেক সময় রঙের কোড জানার দরকার হয়। রঙের কোড (Color code) সংগ্রহ করার জন্য এর আগে আপনাদেরকে একটি কালার চার্ট (Color chart) দিয়েছিলাম। এছাড়া একটি কালার কোডার (color coder) এবং ওয়েব সাইটের যে কোন জায়গা থেকে রঙ তুলে নেয়ার জন্য একটি টুল দিয়েছিলাম। আজ আমি আপনাদেরকে রঙের কোড সংগ্রহ করার জন্য একটি অনলাইন টুলের (Online tool) খবর জানাচ্ছি।
এই টুল দিয়ে আপনি অনলাইনে থাকা অবস্থাতেই মনের মাধুরী মিশিয়ে নানারকম রঙ তৈরি করতে পারবেন। এবং সেই রঙের নির্দিষ্ট কোডটি সংগ্রহ করে নিয়ে নিজের ব্লগ বা অন্য যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।

এই অনলাইন টুলটির ওয়েব ঠিকানা হল colorpicker ব্রাউজারের এড্রেস বারে (Addressbar) সরাসরি এই ঠিকানাটি টাইপ করলেই টুলটি ওপেন হয়ে যাবে। আলাদাভাবে কোন ডাউনলোড করতে হবে না। সরাসরি অনলাইনে থাকা অবস্থাতেই এটা দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে পারবেন।This is a online color picker tool.



উপরের ছবিটি দেখুন। এখানে কয়েকটি নাম্বার দিয়ে টুলটির বিভিন্ন অংশকে চিহ্নিত করা হয়েছে।
  • ১ নং এর পাশের টেক্সট বক্সে রঙের কোড পাবেন।
  • ২ নং জায়গাতে মাউস দিয়ে রঙ হালকা বা গাঢ় করতে পারবেন।
  • ৩ নং এর বামপাশের লম্বা বারটিতে মাউস দিয়ে ড্রাগ করে রঙ বেছে নিতে পারবেন।
  • ৪ নং বর্গাকার জায়গাটিতে আপনি যে রঙ তৈরি করেছেন তার একটি প্রিভিউ দেখা যাবে।
এই দারুণ টুলটির ঠিকানা:  colorpicker
আশা করি অনলাইনে রঙ বেছে নেয়ার টুলটি আপনাদের কাজে লাগবে। I wish this toll will help you to make a colorful world on blogging.
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger