এই টুল দিয়ে আপনি অনলাইনে থাকা অবস্থাতেই মনের মাধুরী মিশিয়ে নানারকম রঙ তৈরি করতে পারবেন। এবং সেই রঙের নির্দিষ্ট কোডটি সংগ্রহ করে নিয়ে নিজের ব্লগ বা অন্য যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।
এই অনলাইন টুলটির ওয়েব ঠিকানা হল colorpicker ব্রাউজারের এড্রেস বারে (Addressbar) সরাসরি এই ঠিকানাটি টাইপ করলেই টুলটি ওপেন হয়ে যাবে। আলাদাভাবে কোন ডাউনলোড করতে হবে না। সরাসরি অনলাইনে থাকা অবস্থাতেই এটা দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে পারবেন।This is a online color picker tool.
উপরের ছবিটি দেখুন। এখানে কয়েকটি নাম্বার দিয়ে টুলটির বিভিন্ন অংশকে চিহ্নিত করা হয়েছে।
- ১ নং এর পাশের টেক্সট বক্সে রঙের কোড পাবেন।
- ২ নং জায়গাতে মাউস দিয়ে রঙ হালকা বা গাঢ় করতে পারবেন।
- ৩ নং এর বামপাশের লম্বা বারটিতে মাউস দিয়ে ড্রাগ করে রঙ বেছে নিতে পারবেন।
- ৪ নং বর্গাকার জায়গাটিতে আপনি যে রঙ তৈরি করেছেন তার একটি প্রিভিউ দেখা যাবে।
আশা করি অনলাইনে রঙ বেছে নেয়ার টুলটি আপনাদের কাজে লাগবে। I wish this toll will help you to make a colorful world on blogging.