আপনি কি একটু চমকে গেছেন? ভাবছেন বুঝি মার্টিন লুথার কিঙের সেই বিখ্যাত বক্তৃতা আবার গান হয়ে এলো কী করে? এটা গাইছে 'আব্বা' । আমার ( সুশান্ত) খুব প্রিয় গান। সত্তরের দশকের শেষে 'আব্বা' ব্যাণ্ড এটি গেয়ে দুনিয়া কাঁপিয়েছিল। হ্যাঁ , এটি এখন এখানেই বাজছে। আপনি শুধু কিছু দেখতে পাচ্ছেন না।
ব্লগে গান জুড়ে দিতে এর আগে আমরা যে পদ্ধতির কথা লিখেছিলাম তাতে কোথায় গানটা বাজছে ব্লগ দর্শক জানতে ও বুঝতে পারেন। ইচ্ছে মতো গানের শব্দ মাত্রা(Volume) পরিবর্তন করতে পারেন বা বন্ধ করে দিতে পারেন। তার উপর একটা দৃষ্টিনন্দন তথা দেখার মতো স্কিনে আপনার ব্লগ সেজে উঠে। কিন্তু এর একটা সীমাবদ্ধতা আছে। গানগুলো প্রায়ই থেমে থেমে বাজে। ইয়্যু টিউবে যা হয় আরকি । কিন্তু এবারে যেটি উপায়ের কথা লিখব তাতে নিজের কম্প্যুটার কীবোর্ডের বা সাউণ্ড সিস্টেমের সাহায্য না নিয়ে ব্লগ দর্শক গানের শব্দ মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন না, যেমনটি আপনি এখন পারছেন না। এবারে গেজেটটিকে আপনি চাইলে একেবারে অদৃশ্য রাখতে পারেন। তার জন্য আপনাকে ইতিমধ্যে থাকা বা অন্য কোনো নতুন html গেজেটে নিচের কোডটা বসিয়ে দিতে হবে। নতুন গেজেট নিয়ে শিরোনাম দিয়েও রাখতে পারেন, তাতে দর্শক বুঝবেন যে গান শোনানোর কীর্তিটি আপনারই। কিন্তু সেক্ষেত্রেও দর্শক ধরতেই পারবেন না, গানটি ঠিক বাজছে কোথায়। যাই হোক, আপনার পছন্দের বিকল্প বেছে নিয়ে আপনি সেখানে এই html কোড বসিয়ে সেভ করুনঃ
<embed style="width:1px; height:1px; visibility:hidden" autostart="true" loop="true" src="http://taking-over-internet-search.com/m/ABBA%20-%20I%20Have%20A%20Dream.mp3 "/ >< /embed >
আপনি একবার রিফ্রেশ করুন। আর সুরের দোলা নিজেই উপভোগ করুন। আপনি চাইলে গানটি পাল্টাতে পারেন। আপনার পছন্দের গানের, অবশ্যই শ্রব্য ( Audio), URL দিয়ে উপরের নিম্নরেখ URL পাল্টে দিন। এবারে গানটি বাজবে অবিরত। এবং একটু রহস্যের ছোঁয়া দিয়ে আপনার দর্শককে নিশ্চয়ই একটু চমকে দেবে!