আপনার ব্লগে আপনার পছন্দের গানের সুরে পাঠকদের স্বাগত জানান


MusicPlaylist
Music Playlist at MixPod.com
আপনি কি শুনছেন , প্রতুল মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গান , 'আমি বাংলায় গান গাই' ? এখানে গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী মাহমুদুজ্জামান বাবু। আপনি কি চাইবেন না, এমন এক সুন্দর আপনার পছন্দের গান দিয়ে আপনার ব্লগ পাঠকদের স্বাগত জানাতে? সেই সঙ্গে এমন এক একটি সুন্দর স্কিনে আপনার ব্লগ সেজেও উঠবে । কাজটি খুবই সহজ। আপনাকে শুধু www.mixpod.com এখানে গিয়ে সাইন ইন করতে হবে। এখানে আপনি পাবেন আপনার পছন্দের প্রচুর গান, ভিডিও -ওডিও দুভাবেই। কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের গানটি ইউ- টিউবের থেকেও তুলে নিতে পারেন। কিন্তু তার আগে চলুন, জেনে নেয়া যাক এখানে আপনাকে কী করতে হবে। সাইন ইন হয়ে গেলে উপরের মেনু বারে গিয়ে Create Plyalistএ যান। অথবা সেখানে না গিয়েও আপনি Browse Playlistএ আপনার পছন্দের গান শুনতে পারেন, খুঁজতে পারেন। তবে আমরা বলব আপনি আপনার গানের সংগ্রহ নিজে তৈরি করুন। এখানে আপনি উপরে Search Option পাবেন। নীচে আপনার জন্যে Add Music, Customize, Save Playlist এ তিনটি বিকল্প কাজের নির্দেশ থাকবে। Add Musicএ আপনি একটি URL বসাবার সুযোগ পাবেন। অন্য একটা উইন্ডোতে You Tube খুলে আপনি পছন্দের গান বেছে নিয়ে তার URLটা এনে এখানে বসিয়ে দিন। এবং Search বোতামে ক্লিক করুন। আপনার গানটি মুহূর্তে এখানে দেখা দেবে। ডান দিকে আপনি একটি কালো ত্রিভূজ দেখতে পাবেন। এটিতে ক্লিক করে আপনি গানটি বাজান। এর পাশেই একটি কালো + চিহ্ন থাকা বোতাম দেখতে পাবেন, সেখানে ক্লিক করতেই গানটি আপনার তালিকাতে যোগ হয়ে যাবে। এবারে Customizeএ গিয়ে আপনি উপরেরে ছবির মতো আপনার পছন্দের স্কিন, তার রং এবং এখানে সেটিংসটা দেখে নিন। নিজে থেকে বাজবে কিনা, ভল্যুম কম না বেশি চাইছেন দেখে নিন। এবারে Save Playlist এ চলে আসুন। এখানে আপনাকে জিজ্ঞেস করা হবে গানটির নাম, বিবরণ, এবং একটই ট্যাগ।যে ভাবে আপনি ব্লগ পোস্ট করেন সেভাবেই একটা পেজ খুলবে। কাজটা হয়ে গেলে নিচে সবুজ রঙের সেভ বোতামে টিপুন। আপনাতেই আপনি html কোডের পেজে চলে আসবেন। অথবা আপনাকে জিজ্ঞেস করবে আপনি সে কোড চান কিনা। নিশ্চয়ই আপনার জবাব হবে 'হ্যাঁ'। কোডের পৃষ্ঠাতে আপনি ফেসবুক, বেবো, ব্লগার এমন অনেক বিকল্প পাবেন। আপনার ব্লগ যদি হয় ব্লগার ডট কমের আপনি সে বিকল্প বেছে নিন এবং কোডটা কপি করুন। এবারে আপনার ব্লগের লেআউট পেজে গিয়ে যেখানে বসাতে চান সেখানে একটা html কোড গেজেট নিন। এবং সেই html কোড পেস্ট করে নিন। আপনি চাইলে ctrl+ f টিপে height বাwitdh শব্দগুলো খোঁজে নিয়ে দৈর্ঘ-প্রস্থের পরিমাপ কম বেশি করতে পারেন। তবে বেশির ভাগ স্কিনের জন্যে সেটা দরকার পড়ে না। এবারে এটা সেভ করুন আর আপনার ব্লগ রিফ্রেস করে গান শুনতে থাকুন। শোনাতে থাকুন!
দুটো কথা বোধহয় মনে রাখা ভালো। এক, আপনি ভিডিও বা ওডিও দুটো রূপেই গেজেটটা নিতে পারেন। তার জন্যে আপনি স্কিন বাছাই করবার আগেই মিক্সপডের ডিফল্ট স্কিনে সে বিকল্পগুলো পাবেন। স্কিনটি ভিডিও মোডেই খুলে । সেখানে ডান দিকের নিচের কোনে যেখানে You Tube এর লোগো রয়েছে তার ঠিক নিচেই পাবেন close বিকল্প। সেখানে ক্লিক করা মাত্রই এটি ওডিও মোডে রূপান্তরিত হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি যে গানের তালিকাটি (Play List) তৈরি করবেন সেখানে যত গান থাকবে আপনার ব্লগে কিন্তু একে একে সব ক'টা গান বাজবে। সুতরাং আপনি যদি একটাই গান শোনাতে চান, তবে যে তালিকা থেকে কোডটা নেবেন সেখানে একটার বেশি গান রাখবেন না। আপনার পছন্দের গান আপনার ব্যক্তিত্বের এক নতুন দিকও তুলে ধরবে পাঠকের কাছে। আশা করছি এবারে আপনি আপনার ব্লগকে সুরেলা করতে সমর্থ হবেন । সমর্থ হবেন গানের টানে পাঠক টেনে আনতে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger