ব্লগস্পট ব্লগে ফেসবুক শেয়ার বোতাম লাগানোর পদ্ধতি

এবার ফেসবুক শেয়ার বোতাম (Facebook share button) ব্লগপোস্টের পাশে লাগানোর নিয়ম জানুন। ফেসবুক ব্যবহারকারীরা ইতিমধ্যেই জেনে গেছেন যে ফেসবুক শেয়ার বোতাম ব্যবহার করার জন্য ব্লগারদের বেশ আগেই উৎসাহিত করা হয়েছে। আর এ জন্য বিভিন্ন ডিজাইনের ও বৈশিষ্ট্যের বোতাম ফেসবুক উইকিতে (Facebook wiki) সরবরাহ করা হয়েছে। ওরা নির্দিষ্টভাবে বলে দেয়নি যে ঠিক কিভাবে আমরা ফেসবুক শেয়ার বোতাম নিজেদের ব্লগ পোস্টের পাশে ব্যবহার করতে পারি। কিন্তু আজ আমরা জানবো ঠিক এই বিষয়টিই।Now it is very easy to share your blog post on Facebook with the facebook share button.
  • ব্লগার.কম এ লগইন করুন।Log in into blogger.com.
  • Layout> Edit HTML ট্যাবে যান।
  • Expand Widget Templates এর পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে নিন।
  • Ctrl+F চেপে <div class='post-header-line-1'/> লাইনটি খুঁজে বের করুন।
  • এর ঠিক নিচে ফেসবুক শেয়ার করার কোড স্থাপন করুন।
  • <div style='float:right; margin-left:10px;'><a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='button_count'/>
    <script type="text/javascript" src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"/></div>
  • সেভ করুন।Save your changes and view your blog in another tab on firefox.
  • আপনারা উপরে দেয়া ফেসবুক উইকির লিংকে বিভিন্ন ডিজাইনের বাটন পাবেন। পছন্দের ডিজাইনটি type='button_count' এর 'button_count' এর জায়গায় বসিয়ে দিন। আমি ছোট সাইজের বোতাম যেটাতে শেয়ার করার সংখ্যা দেখায় (অর্থাৎ কতজন আপনার পোস্টটিকে তাদের ফেসবুক পেজে অন্যদের সাথে শেয়ার করেছেন) সেটা ব্যবহার করেছি। আপনারা "box_count", "button", "icon_link", "icon" এর মধ্যে যে কোন একটা ব্যবহার করতে পারেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger