মজিলা (Mozilla.com) তাদের SeaMonkey Suite এর নতুন ভার্সন ঘোষণা করেছে। বহুদিন নিস্ক্রিয় থাকার পর এবার তারা ছেড়েছে "সিমাংকি ২.০" ভার্সনটি। এতে পূর্বের যাবতীয় সমস্যা দূর করা হয়েছে। ফলে নতুন Seamonkey হয়ে উঠেছে All in one internet application suite.একই সফটওয়ার দিয়ে আপনি ব্রাউজ করা (Browse), মেইল ক্লায়েন্ট (Mail client) ব্যবহার করা, ডাউনলোড করা (Download), ফাইল আপলোড (File Upload) করা সব ধরণের অনলাইন ভিত্তিক কাজ সহজে সারতে পারবেন।You can do all of your internet activity with seamonkey suite. This is a powerful tool for online.
- নতুন পাসওয়ার্ড ম্যানেজার (password manager), কুকি ম্যানেজার (Cooky manager), ফরম ম্যানেজার (Form Manager) এখন খুবই উন্নত। নতুন এবং শক্তিশালী ডাউনলোড ম্যানেজার (Download manager) আপনার কাজকে সহজ করে তুলবে নিঃসন্দেহে।
- উইন্ডোজ ৯৫, ৯৮, me, NT এর সাপোর্ট তুলে নেয়া হয়েছে। এখন আরও উচ্চমাত্রার প্রযুক্তি Seamonkey এর জন্য প্রযোজ্য হবে।Use seamonkey the powerful online suite.
- হঠাৎ করে যদি কখনও ক্রাশ করে, তাহলে আগে যেসব সাইট ব্রাউজ করছিলেন, তা পুনরায় খোলার সুবিধা যোগ করা হয়েছে। ফলে এখন Seymonkey যদি কখনও ক্রাশ করে, তাহলে পুনরায় চালুর সময় পূর্বের ট্যাব ও উইন্ডোগুলো নতুন করে খুলে যাবে।
- SeaMonkey 1.xকে SeaMonkey2তে রূপান্তরিত করা হয়নাই। এটা সম্পূর্ণ নতুন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফলে আগের এডঅনসগুলো আর এটাতে কাজ করবেনা। নতুন প্রযুক্তির উপযোগী এডঅনস যেগুলো রয়েছে, সেখান থেকে সংগ্রহ করতে হবে।
- যদি কোন না কোন কারণে SeaMonkey ক্রাশ করে, তাহলে পরেরবার স্টার্ট করার সময় আপনি পূর্বপ্রস্তুতি হিসেবে SafeMode ব্যবহার করতে পারবেন।
Download seamonkey compatible version for windows, mac and linux.তাদের সাইট ঠিকানা: http://www.seamonkey-project.org/

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

