উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা)তে কি কি নতুন ফিচার যোগ করা হয়েছে?
- ইমেইল এবং চ্যাট এর জন্য বিশেষ কিছু নতুন সুবিধা যোগ করা হয়েছে। আর এর জন্য বরাদ্দ হয়েছে একটি আলাদা মেনুবার। A different menubar for email and chatting option.
- ইন্টারনেট ব্রাউজিং এর জন্য রয়েছে ফায়ারফক্সের একেবারে লেটেস্ট ভার্সন ৩.৫।
- ব্যক্তিগত ছবি অর্গানাইজ করার জন্য রয়েছে F-Spot। এর মাধ্যমে ডিজিটাল ক্যামেরা থেকে সহজে ছবি ফ্লিকার, ফেসবুক, পিকাসা এবং আরও অন্যান্য সাইটে শেয়ার করা যায়। Organize your private photos very easily with ubuntu added applications.
- মিউজিক এবং ভিডিও নিয়ে আগের দূঃশ্চিন্তাগুলোর সমাধান অনেকাংশেই হয়ে গেছে।
- অফিস এপ্লিকেশন হিসেবে আছে সবার সেরা ওপেন অফিস ৩.০। অনেকে ওপেন অফিসকে মাইক্রোসফট অফিসের কম্পাটিবল মনে করে। কিন্তু তারা ভুলে যায় যে আসলে কোন তুলনাই চলে না। কারণ ওপেন অফিস একেবারে বিনে পয়সায় উবুন্টুর সাথে পেয়ে যাই।Open Office 3.0 added.
- গেমারদের অসন্তুষ্টি উবুন্টুর ৯.১০ ভার্সনে আর থাকবেনা বলেই আশা করা হচ্ছে। কারণ এবার সংগ্রহে থাকছে ৪০০টিরও বেশি গেমস।Play more then 400 games in ubuntu 9.10.
- উবুন্টু ওয়ান টেকনোলজি এবার একসাথে সংযুক্ত হয়ে এসেছে। ফলে উবুন্টু ব্যবহারকারীরা তাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে অনলাইনে শেয়ার করার জন্য ২ জিবি জায়গা একেবারে ফ্রি উপহার পেতে যাচ্ছেন।Ubuntu one technology will give you 2GB online space free.
- হাজার হাজার সফটওয়ারকে পাওয়া যাবে একই জায়গা থেকে। এবার ক্যাটাগরী অনুযায়ী ভাগ করায় প্রয়োজনীয় সফটওয়ারটি খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হবে না। Education, Games, Sound and Video, Graphics, Programming and Office ইত্যাদি বিষয় অনুযায়ী সফটওয়ার বাছাই করার জন্য আসলে কোন কষ্টই করতে হবে না। এবং এই সফটওয়ারগুলোর জন্য যে কোন লাইসেন্স লাগবে না সে কথা বলাই বাহুল্য।
- সবার জন্য উবুন্টু এই দর্শনে বিশ্বাসী উবুন্টু টিম শারীরিকভাবে যারা দুর্বল/ পঙ্গু তাদের জন্য সিস্টেমকে সহজ করে তুলেছে। তারাও যেন উবুন্টু ব্যবহার করতে পারে, তার সুবিধাগুলো এবার উবুন্টু ৯.১০তে হয়েছে আরও শক্তিশালী।
What are the new feature in ubuntu 9.10 9Karmic Koala? Just visit the page and explore yourself.