বাংলায় লোকালাইজ করা Firefox 3.5 এবং ডিকশনারি ডাউনলোড করুন

সম্পূর্ণভাবে বাংলা লোকালাইজ (Bangla Localized) করা মজিলা ফায়ারফক্স (Mozila Firefox) এখন ডাউলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগ্রহীরা এখনই ডাউনলোড করে নিন। উইন্ডোজ (Windows), ম্যাক ওএস (Mac OS) এবং লিনাক্স (Linux) তিনটি প্লাটফরমেই এখন আপনারা বাংলায় রূপান্তরিত মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারবেন।

আপনার প্লাটফরম অনুযায়ী সঠিক ইনস্টলারটি (Installer) ডাউলোড করুন এখান থেকে

এর পাশাপাশি প্রায় ১০০,০০০ শব্দ সম্বলিত ডিকশনারীও (Dictionary) মজিলা ফায়ারফক্সের জন্য তৈরি করা হয়েছে। অনলাইনে লিখতে গিয়ে বাংলা বানান ভুল লেখার পরিমাণ এখন অনেকাংশেই কমে যাবে বলে আশা করা হচ্ছে।Download Bangla localized mozila firefox 3.5.
Firefox addons bangla dictionary
মজিলা ফায়ারফক্সের জন্য বাংলা ডিকশনারিটি পাওয়া যাচ্ছে ফায়ারফক্সের এডঅনস (Firefox Addons) হিসেবে।
এখানে ক্লিক করে ফায়ারফক্সের জন্য বাংলা ডিকশনারি ইনস্টল করে নিন। এর ভার্সন 0.03a
You can install a Bangl a spell checker as a firefox adons.
আর এই অনন্য সুবিধা দুটি ফায়ারফক্সে ৩.৫ ভার্সনের জন্য সম্পূর্ণভাবে উপযোগী। কোনরকম সমস্যা হবার কথা নয়।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger