IBM এর Lotus Symphony Office Suite ডাউনলোড করুন

IBM Lotus symphony office suite
আইবিএম কোম্পানীর লোটাস অফিস স্যুট (IBM Lotus symphony office suite) এর নাম অনেকেরই জানা। প্রচলিত অফিস সম্পর্কিত কাজকর্মের সবই এই স্যুট দিয়ে করা যায়। লেখালেখি (Document), স্প্রেডশীট তৈরি (Spreadsheet), প্রেজেন্টেশন (Presentation) তৈরি সব ধরণের সফটওয়ার লোটাস অফিস স্যুট এর মধ্যে রয়েছে। এছাড়া যে রকমের ফাইল হোক না কেন, তা ফায়ারফক্সের মতো ট্যাবের (Tab) মধ্যে খোলা যাবে। 

আইবিএম কোম্পানী এটা নিয়ে এখনও গবেষণা করছে। নানারকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে স্যুটটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি ইচ্ছা করলে এখনই এটাকে ব্যবহার করে দেখতে পারেন।
Download lotus symphony office suite for windows, mac and ubuntu linux.
উইন্ডোজ (Windows) এবং ম্যাকিন্টোস (Macintosh) অপারেটিং সিস্টেমের পাশাপাশি এই স্যুটের একটি লিনাক্স (Linux) ভার্সন রয়েছে। উবুন্টুতেও (Ubuntu) এটা ব্যবহার করা সম্ভব। যদিও এটি একেবারে বিনে পয়সায় ডাউনলোড (Download) করতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন (Registration) করার প্রয়োজন পরবে। এটাও ফ্রি (Free)। অতএব আর দেরী কেন। মাইক্রোসফট অফিসের (Microsoft office) উপর নির্ভরতা কমাতে লোটাস সিম্ফনী অফিস স্যুট (IBM Lotus symphony office suite) আপনাকে যথেষ্ঠ সহায়তা করবে এতে কোন সন্দেহ নেই। তবে উল্লেখ্য যে ওপেন অফিসের মতো এটা অতটা শক্তিশালী নয়। অত বেশি ফিচারও এতে নেই।Download this lite office suite and explore a new style of office computing.

ডাউনলোড করুন। ভার্সন 1.3 ।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger