E Text reader দিয়ে টেক্সট ফরমেটের ই-বই পড়ুন

E Text Readerআমাদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা বই পড়তে পছন্দ করেন। তারা এই E text reader সফটওয়ারটি পেয়ে খুব খুশি হবেন, এতে কোন সন্দেহ নেই। এই সফটওয়ারটি দিয়ে গুটেনবার্গ সাইট থেকে ডাউনলোড করা টেক্সট (txt) কিংবা এইচটিএমএল (html) ফরমেটের ই-বুকগুলোকে (E-Books) সত্যিকারের বইয়ের মতো করে সাজিয়ে নিয়ে পড়া সম্ভব। উপরে দেয়া ছবিটি একনজর দেখলেই বিষয়টি পরিষ্কার হবে।

যে সব ফিচার রয়েছে, তার তালিকা নিম্নরূপ:
  • উইন্ডোর সাইজ বড় ছোট করতে পারবেন।Change window size.
  • ফন্ট সাইজ কমানো বা বাড়ানো খুব সহজ।Change font size.
  • বুকমার্ক সেট করতে পারবেন।Set bookmark.
  • নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ খুজতে পারবেন।Search words or phrases.
  • কোন শব্দ বা বাক্য পরিবর্তন করতে পারবেন।Edit word or sentence.
  • সরাসরি জিপ অবস্থায় থাকা টেক্সট ফাইলকে পড়তে পারবেন।can read zip files.
  • TXT, RTF HTML প্রভৃতি ফরমেটের ফাইল সাপোর্ট করে।
  • মাউস দিয়ে স্ক্রল করে পাতা উল্টানো যায়।
এই প্রয়োজনীয় সফটওয়ারটি ডাউনলোড (Download) করুন। এবং ই-বুক (E-book) পড়তে গিয়ে সত্যিকারের বইয়ের আবহ সৃষ্টি করুন। এই সফটওয়ারের বই পড়ার আগ্রহকে বাড়িয়ে তোলা ছাড়া অন্য কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সফটওয়ারটি পোর্টেবল (Portable) ও ইনস্টলার (Installer) দুইরকমের প্যাকেজে  পাওয়া যায়।
This e-text reader will help you to read books. You will love its attractive features.
  • শুধুমাত্র উইন্ডোজ প্লাটফরমে এই E-text Reader কাজ করে।
  • ডাউনলোড পাতা (ফাইল সাইজ মাত্র ২৭৯ কিলোবাইট থেকে শুরু)
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger