একটি স্ক্যামমেইলের উদাহরণ: সচেতনতা বৃদ্ধির জন্য প্রকাশ করলাম

স্ক্যামমেইল (Scam mail) পাননি এমন ইন্টারনেট ব্যবহারকারীর (Internet User) সংখ্যা খুবই কম। নেই বললেই চলে। ইন্টারনেট জগৎ (Internet world) যত লোকারণ্য হয়ে উঠছে, ততই এদের দৌরাত্ম বেড়ে যাচ্ছে। মানুষকে বোকা বানাবার যতরকম কৌশল আছে, তার সবগুলোই তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রয়োগ করে।

সাধারণত স্ক্যামাররা বিভিন্ন রকম সার্চবট (Search Bot) ব্যবহার করে ইমেইল ঠিকানা (Email Address) সংগ্রহ করে। তারা নিজেরাও অনেক সময় জানেনা সংগৃহীত ইমেইল ঠিকানাটি নিয়মিত ব্যবহার করা হয় কি না। আপনি যদি এই ধরণের ইমেইলের উত্তর দেন, তাহলে তারা জেনে যাবে যে ঠিকানাটি সক্রিয় আছে। তখন শুরু হবে সত্যিকারের বিপদ। নানারকমের অফার, প্রলোভনের ফুলঝুরি নিয়ে তারা হাজির হয়ে যাবে। যারা ইন্টারনেট জগতে নতুন, তারা সহজেই এইসব প্রতারকদের ফাঁদে পা দেয়। ফলে অনেকেই মোটা অংকের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়।
This is an example of spam mail. I am publishing it for consciousness.
নতুন ব্যবহারকারীকে সচেতন করার জন্য এরকম একটি স্ক্যাম মেইল আমি নিচে সম্পূর্ণ প্রকাশ করলাম। যারা একটু আগে থেকে ইমেইল ব্যবহার করছেন, তারা জানেন যে এই ধরণের মোটা টাকার অফারের প্রস্তাব দেয়ার পদ্ধতিটি বেশ পুরনো। এখন বরং প্রেমের প্রস্তাব, সাবস্ক্রিপশন অফার, আনসাবস্ক্রাইব করুন ইত্যাদি মনভোলানো, ঘোরালো প্যাঁচালো কথার প্রলোভনে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হয়।
Beware of spammer. New internet user don't know their cheating style.
গতকাল আমার এক বন্ধু যে স্ক্যাম মেইলটি পেয়েছেন সেটা তাদের দেয়া ইমেইল ঠিকানাসহ সম্পূর্ণ প্রকাশ করলাম। প্রিয় পাঠক কেউ প্রদত্ত ইমেইল ঠিকানাগুলোতে কোন মেইল পাঠাবেন না। তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা ১০০ তে ১০০ ভাগ নিশ্চিত।
They should not answer any spam mail like this one. We should prevent this kind of scamming.
From: Manbo Abdul
Date: Tue, 29 Sep 2009 23:50:41 +0800
Subject: Assalamalaikum,
To: **********@gmail.com

Assalamalaikum,

Hello Dear,

complinment of the day?,

I am Ali M.B. Mohammed aged 25 years from the Republic of Sudan in Darfour region now seeking asylum in Kuala Lumpur, Malaysia under the (U.N.H.C.R.) camp ground, malaysia. Actually I do not know you before but I got your contact as a in search of a trustworthy person. My late Farther Capt. Bamanga Abdulrazeez was one of the senior officials of revolutionary united front of Sudan (RUF) who died on 18/12/2000 with some of his colleagues during a crossfire battle between the RUF and the peace keeping forces inSudan which include ECOMOG, British Army and U.N troops.

In brief i have the sum of US$7,000,000.00 (Seven million USdollars) which we want to invest in your country through your guidance. This money was deposited by my late Farther in a Private Security Firm now, which i was made the beneficiary and the next of kin as the only son of the family. Because of the present situation in my country Sudan in Darfour Region, I left my country recently for safety as the present government of Ahmed E-Bashir is probing all families relating to the revolutionary united fronts which my Father was a key member.

Am in desperate need of your assistance both in evacuationand dislodgment of this money to your country and advice on a profitable business venture to invest this money as i believe that your country is more politically and economically stabilised for any investment through your professional advice. I have proposed 20% of the total sum for all necessary assistance and protection i may need in your country.

Please treat this matter as highly personal because all my future now depends on this money and i can not afford to make any mistake whatsoever. Please try and reply me urgently on receipt of this letter in other to arrange on the best possible way to do it for safety. May God blees you Salam.

Please get back to me at : ali001moha@msn.com, manbo124@gmail.com

Thanks

Ali Mohammed. manbo124@gmail.com

এতগুলো টাকার লোভ সামলানো সত্যি বড়ই কঠিন। তাই না? একবার ট্রাই করে দেখবেন নাকি?
I found that Bangladeshi spammer are active in internet world.
(ইদানীং বাংলাদেশী স্ক্যামারদেরও দেখা পাওয়া যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পরে যে বাংলাদেশী স্ক্যামমেইল আমি পাবো, সেটাই আমি ব্লগে প্রকাশ করে দেব।)I will publish their fraud mail. I have their scamming.
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger