গত ১১ বৎসরে গুগলকে এরকম বেশ কিছু পরিবর্তন সময়ের দাবীকে মেনে নিয়ে করতে হয়েছে। যদিও এবারের পরিবর্তনটি খুব সামান্য তবুও এটাকে তারা বিশেষ চোখে দেখছে। সার্চ বক্সের পাশাপাশি সার্চ রেজাল্টেও (Search Result) পরিবর্তন করা হয়েছে। রেজাল্টের টেক্সট (Result Text) এখন আর একটু বড়সড় করে দেখানো হচ্ছে। গুগল কর্তৃপক্ষের ভাষায়:
Although this is a very simple idea and an even simpler change, we're excited about it — because it symbolizes our focus on search and because it makes our clean, minimalist homepage even easier and more fun to use. The new, larger Google search box features larger text when you type so you can see your query more clearly. It also uses a larger text size for the suggestions below the search box, making it easier to select one of the possible refinements.গত ১১ বৎসরে গুগল তাদের হোমপেজে যেসব পরিবর্তন এনেছে তার ধারাবাহিক ইতিহাস দেখতে পাওয়া যাবে এই পাতায়। পেজটি (Page) ভ্রমণ (Visit) করলে বুঝতে পারবেন যে গ্রাহকের চাহিদা ও প্রয়োজনীয়তাকে গুগল কতটা সম্মান করে। গুগলের বিবর্তনের ইতিহাসটি টেক্সট হিসেবে দেখা যাবে এই লিংক থেকে।