যে কোন জায়গা থেকে এবার রঙ তুলে নিন



আজ আমরা ডাউনলোড (Download) করবো একটি মজার ছোট্ট সফটওয়ার (Software)। এই সফটওয়ারটির নাম HTMLcolor ভার্সন 1.4 । এই ছোট্ট টুল দিয়ে ডেস্কটপের (Desktop) যে কোন জায়গা থেকে রঙ তুলে নেয়া যাবে (Pick Color)। ডেস্কটপে যাই থাকনা কেন, রঙ তুলে নিতে এই টুলটির (Tool) কোন সমস্যাই হবে না।
পছন্দের রঙ খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা এর আগে একটি কালার চার্ট (Color Chart) দিয়ে রঙের কোড খুঁজেছিলাম। এরপর একটি কালার কোডার টুল দিয়ে পছন্দের রঙ তৈরি করেছি। কিন্তু তারপরও মনের মতো রঙ যেন খুঁজে পাওয়া যায় না। তাই এবার এমন একটি টুল আপনাদেরকে উপহার দিলাম, যা রঙ নিয়ে সব দুর্ভাবনা দূর করতে সক্ষম। HTMLcolor নামক ছোট্ট এই সফটওয়ারটি দিয়ে ডেস্কটপে যা কিছুই থাকনা কেন তার রঙ তুলে নেয়া যাবে। জানা যাবে রঙটির বিভিন্ন ডিজিটাল (Digital) পরিচয়। এই সফটওয়ারটি ইনস্টল (Install) করতে হবে না। মাত্র 147.5 KB আকারের এই ফাইলটি পোর্টেবল (Portable)। যে কোন ফোল্ডারে (Folder) থাকাকালীন EXE ফাইলটিতে ডাবল ক্লিক করলেই রান হবে। উবুন্টুতে Wine দিয়েও রান হতে কোন সমস্যা হবে না।

HTMLcolor  ব্যবহার পদ্ধতি
  • রান (Run) করার পর মাউস পয়েন্টার (Mouse Pointer) ডেস্কটপে দেখা যাচ্ছে এমন যে কোন কিছুর পছন্দের রঙ এর উপর রাখুন (১ নং লাল দাগ চিহ্নিত গোল)
  • ২ নং জায়গাটিতে (হলুদ তীর চিহ্নিত) প্রিভিউ (Preview) দেখা যাবে।
  • লাল রঙের আয়তাকার চিহ্নিত ৩ নং জায়গাটিতে পছন্দের রঙটির কোড পাওয়া যাবে।
  • 1x, 2x, 3x, 4x, 8x লেখার পাশের রেডিও বোতামের (Radio button) ক্লিক করে প্রিভিউয়ের গভীরতা নির্ধারণ করুন। মাউসের পয়েন্টারটি যে জায়গায় রাখা হবে তা কত বড় করে দেখাবে তা নির্ধারণ করতে হবে এগুলো থেকে।
আশা করি রঙ নিয়ে এবার মনের অতৃপ্তি কিছুটা হলেও দূর হবে।

ডাউনলোড করুন
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger