সম্প্রতি সমকাল (Shamokal) পত্রিকার ওয়েবসাইটে ভিজিট (Visit) করতে গেলে নিম্নোক্ত সতর্কবার্তাটি দেখা যাচ্ছে। (উপরের ছবিটি তার স্ন্যাপশট)
Reported Attack Site!
This website at www.shamokal.com has been reported as an attack site and has been blocked based on your security preferences.
Attack sites try to install programs that steal private information, use your computer to attack others, or damage your system.
Some attack sited intentionally distribute harmful software, but many are compromised without the knowledge or permission of their owners.
এখানে উল্লেখ্য যে, এই সতর্কবার্তাটি শুধুমাত্র সবচেয়ে নিরাপদ ব্রাউজার ফায়ারফক্সেই (Firefox) দেখা যাচ্ছে। ফলে অন্য ব্রাউজার ব্যবহারকারীরা নিজেদের অজান্তেই তাদের কম্পিউটারটিকে অপরাধীদের ব্যবহারযোগ্য করে তুলছেন। অনলাইন অপরাধীরা তাদের কম্পিউটারে ভাইরাস (Virus), স্প্যাম (Spam), গোয়েন্দা জাতীয় সফটওয়ার ইনস্টল করছে। আর তা ব্যবহার করছে বড় বড় কোম্পানী, ব্যাংক ইত্যাদি থেকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে।
আপনি কি নিজের কম্পিউটারটিকে এ ধরণের বড় বড় সাইবার ক্রাইমের ব্যবহার করতে দিতে ইচ্ছুক? তা সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।
কয়েকদিনের জন্য সমকাল পত্রিকার ওয়েব সাইট ভিজিট করা থেকে বিরত থাকুন এবং এখানে ক্লিক করে ফায়ারফক্স ডাউনলোড করে নিজেকে নিরাপদ রাখুন।