- ব্লগারে লগইন করে ড্যাশবোর্ডের Page Elements পাতায় প্রবেশ করুন।
- একটি HTML/ JavaScripts গেজেট বক্স নিন।
- এই গেজেটের বক্সে নিচের কোডটি সম্পূর্ণ পেস্ট করুন।
- <form><select onchange="window.open(this.options[this.selectedIndex].value,'_blank')" name="menu" size="1">
<option/> My BlogLinks
<option value="http://site1.com/">SITE 1
<option value="http://site2.com/">SITE 2
<option value="http://site3.com/">SITE 3
<option value="http://site4.com/">SITE 4
<option value="http://site5.com/">SITE 5
</select></form> - site 1, 2, 3, 4, 5 এর জায়গায় আপনার পছন্দের ওয়েবসাইট বা ব্লগের ঠিকানা লিখুন এবং বড় হাতের SITE 1, 2, 3, 4, 5 পরিবর্তন করে ঠিকানা সংশ্লিষ্ট সাইট বা ব্লগের নাম লিখুন।
- এবার গেজেটটি সেভ করুন।
- হয়ে গেল আপনার নিজস্ব পছন্দের সাইট ও ব্লগগুলোর লিংক এর একটি ড্রপডাউন মেনু
আপডেট: (পাঠকের মন্তব্যের প্রেক্ষিতে) আপনারা যারা ৫টির বেশি লিংক মেনুতে রেখে দিতে চান, তাঁরা:-
<option value="http://site5.com/">SITE 5উপরের লাইনটি পরপর লিখে সাইট লিংক ও নাম পরিবর্তন করে দিন। অর্থাৎ http://site5.com এবং SITE5 শব্দগুলো পরিবর্তন করে দিন। এবার যত খুশি ততগুলো ওয়েবসাইট বা ব্লগের লিংক রেখে দিতে পারবেন। আমি পোস্ট লেখা সুবিধার্থে শুধুমাত্র ৫টি লিংক লেখার কোডটি দিয়েছি। কিন্তু আপনি যদি ৫টির অধিক লিংক রেখে দিতে চান তাহলে ওই একই কোড বারবার লিখতে হবে। কপি (Copy) করে পেস্ট (Paste) করুন। সহজে হয়ে যাবে।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে 'My BlogLinks' লেখাটি পরিবর্তন করে 'আমার ব্লগ তালিকা', 'প্রিয় ব্লগ', 'বন্ধুদের ব্লগ' 'নিয়মিত পড়ি' কিংবা যে কোন বাংলা শব্দ বা নাম ব্যবহার করতে পারবেন।
নমুনা ড্রপডাউন মেনুটি পরীক্ষা করে দেখুন।