প্রথম আলো পড়ুন ইউনিকোডে

হ্যাঁ, প্রথম আলো পত্রিকা এখন থেকে ইউনিকোডে পড়ার ব্যবস্থা হয়েছে। অনলাইনে প্রথম আলো পত্রিকা কোন ইউনিকোড ভার্সন বের করেনি। এজন্য তাদের নিজস্ব একটি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে নিতে হয়। কিন্তু ভিস্তাআর্ক ফায়ারফক্সের জন্য এমন একটি এডঅন তৈরি করেছে, যার মাধ্যমে এখন থেকে প্রথম আলো ফন্টটি ইনস্টল না করেও ইউনিকোডে পত্রিকা পড়া যাবে। এর জন্য আপনাকে ফায়ারফক্সে একটি এডঅন ইনস্টল করে নিতে হবে।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/9975 -এই ঠিকানায় গিয়ে মজিলা একাউন্টে লগ ইন করে অ্যাডঅনটি ইনস্টল করে নিন। যদি মজিলার ফ্রি অ্যাকাউন্ট না থেকে থাকে তবে http://www.vistaarc.com/downloads/poroshmoni/এই ঠিকানা থেকে রেজিস্ট্রেশন ছাড়াই এডঅনটি আপনার ফায়ারফক্সে ইনস্টল করে নিন।

এই মুহূর্তে 'পরশমনি' নামক এই এডঅনটির বেটা ৩ ভার্সন চলছে। তাই ডেভেলপাররা কোন বাগ থাকার সম্ভাবনা অস্বীকার করছেন না। কোন রকম বাগ থাকলে তা rifat[plus]poroshmoni[at]gmail এই ঠিকানায় মেইল করে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই অনন্য সাধারণ এডঅনটি তৈরি করেছেন http://vistaarc.com/ - এর সফটওয়ার ইঞ্জিনিয়ার মি. এম এম রিফাত-উন-নবী।

খবরটি প্রকাশের সাথে সাথে ভিস্তাআর্ক কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিয়েছে।

সাধারণ কিছু প্রশ্নের উত্তর:
# আমি অ্যাডঅন ইন্সটল করেছি। কিন্তু কোথাও কোন আইকন বা ওই জাতীয় কিছু দেখতে পাচ্ছি নাতো।
=> এই ভার্সনে কোন আইকন যোগ করা হয় নি, তাই বাইরে থেকে কিছুই দেখা যাবে না।

# এই অ্যাডঅন কি লিনাক্সে কাজ করবে?
=> জ্বী করবে। ফায়ারফক্স

# এইটা ইন্সটল করার পর দেখি যুক্তাক্ষরগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখাচ্ছে, এখন কি করব?
=> খুব সম্ভবত আপনার মেশিনে "বংশী আলপনা" ফন্টটি ইন্সটল করা রয়েছে। ওটা আনইন্সটল করে নিলেই আর এই সমস্যা হবে না।

# ফন্ট তো খুব ছোট দেখাচ্ছে, এটা বড় করার উপায় কি?
=> Ctrl + "+" চেপে আপনার ফন্ট সাইজ বড় করে নিতে পারবেন।

# নতুন যে ফন্টটা আসছে সেটা তো দেখি খুবই বাজে, এইটা পরিবর্তন করা যায় না?
=> জ্বী, অবশ্যই যাবে। আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় তবে "Tool>Options> Contents" , আর লিনাক্স হলে "Edit> Preference> Content" ট্যাবে Fonts & Colors অপশনের ডানপাশে Advanced বাটনটা চেপে "Bengali" ভাষার জন্য আপনার পছন্দের ফন্ট নির্বাচন করে দিন। কিংবা উইন্ডোজ ব্যবহারীগন বিকল্প উপায় হিসেবে "Font Fixer" ব্যবহার করে ডিফল্ট ফন্ট পরিবর্তন করে নিয়েও এই সমস্যার সাথে সাথে পুরো সিস্টেমের বাংলা লেখার ক্ষুদ্রাকৃতি সমস্যার সমাধান করে নিতে পারেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger