ছবি আপলোড করার দ্রুততর সাইট

আমাদের অনেক সময় বিভিন্ন প্রকার ছবি বা ইমেজ (Image) ফাইল অনলাইনে (Online) হোস্ট (Host) করার দরকার পরে। ফোরামে (Forum) দেখানো, ব্লগে (Blog) প্রদর্শন করা, বা সরাসরি লিংক (Direct Link) হিসেবে ব্যবহার করার জন্য অনলাইনে যদি আমরা কোন পিকচার ফাইল আপলোড (Image file upload) করতে চাই, তাহলে তা করা যায় খুব সহজে। আর এ জন্য বিভিন্ন ওয়েবসাইট (Website) আছে যারা অনলাইনে পিকচার (Picture) ফাইল আপলোড করার সুবিধা দেয়। যেমন imageshack.us, tinypic.com photobucket.com ইত্যাদি। কিন্তু এগুলোর একটি কমন অসুবিধা (Common problem) হলো যে এই সাইটগুলো লোড (Load) হতে অনেক সময় নেয়। প্রত্যেকটা সাইট ওপেন (Open) হবার সাথে সাথে বিভিন্নরকম পিকচার বা ইমেজ (Image) ওয়েবসাইটের সাথে সাথে ব্রাউজারে (Blowser) লোড হয়। তাই ইন্টারনেটের গতির কোনরকম সমস্যা থাকলে এইসব সাইটে হোস্ট করা ইমেজ লোড হতেও অনেক দেরী হয়। কিন্তু Pict.com নামক সাইটটি এইসব সমস্যা থেকে একেবারেই মুক্ত।

এই সাইটে কোনরকম বাহুল্য কোন বিজ্ঞাপন (Advertisement) নেই। আলাদা রকমের কোনরকম ইমেজ ফাইল ওয়েবসাইটটির সাথে সাথে লোড হয়না। ফলে সাইটটি নিজেই লোড হয় খুব দ্রুত (Load fast)। আর এই সাইটে হোস্ট করা ইমেজটিও লোড হয় খুব তাড়াতাড়ি।

আপলোড করার ইমেজটির বিভিন্ন রকমের কোড (Code) এবং ডাইরেক্ট লিংক (Direct Link) তো প্রদান করেই। এছাড়া অন্যান্য সাইটগুলোর মতো বিভিন্নরকম এ্যালবাম (Album) তৈরির সুযোগ রয়েছে এই pict.com সাইটটিতে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger