জিমেইলে এবার থিমের কালার পরিবর্তন করুন

জিমেইল ব্লগের (Gmail blog) খবরে জানা গেল, ব্যবহারকারীরা এখন থেকে তাদের জিমেইলের থিমের রঙ (Theme color) পরিবর্তন করতে পারবে। এই পেজের খবরে জানা গেল এই পদ্ধতি খুবই সহজ। আর এ জন্য কোনরকম অতিরিক্ত কোন কারিগরী জ্ঞান (Technical knowledge) প্রয়োগ করতে হবে না।

থিমরঙ পরিবর্তন করার পদ্ধতি:
* আপনার জিমেইল একাউন্টে (Gmail account) লগইন (Login) করুন।
* ডানপাশের সেটিংস (Settings) থেকে থিমট্যাব (Themetab) সিলেক্ট (Select) করুন।
* সেখানে 'Choose your own colors' লেখা রয়েছে। এখান থেকে আপনার ইনবক্সের ব্যাকগ্রাউন্ড (Inbox background) থেকে লিংকের রঙ (Link color) সবকিছই খুব সহজে পরিবর্তন করতে পারবেন। নিজের ইনবক্স রাঙিয়ে তুলুন নিজের মনের আয়নায়।

ছবি ও খবর সূত্র: জিমেইল ব্লগ
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger