বাংলা ভাষায় উবুন্টু'র উপরে টিউটোরিয়াল রয়েছে এমন সাইটের সংখ্যা খুব কম। বাংলা ভাষী উৎসাহী তরুণরা যে কয়েকটি তৈরি করেছে, তার মধ্যে বেশ সমৃদ্ধ মনে হয়েছে এই সাইটটি। সাইটটি তৈরি করা হয়েছে গুগলসাইট ব্যবহার করে।
ঠিকানা: http://nasir8891.googlepages.com/ubuntu
এছাড়া উবুন্টুগাইডের উইকিতে উবুন্টুর নতুন সংস্করন 'ইন্ট্রাপিড' নিয়ে বাংলায় আলোচনা লেখা শুরু হয়েছে গেছে। আগ্রহীরা এখনি ভিজিট করে দেখতে পারেন, ইচ্ছে করলে নিজেরাও অংশগ্রহণ করে সমৃদ্ধ করে তুলতে পারেন এই ইন্ট্রাপিড উইকিটিকে।
ঠিকানা: http://ubuntuguide.org/wiki/Ubuntu:Intrepid_bn