উবুন্টু'র দারুণ এক টিউটোরিয়াল সাইট

বাংলা ভাষায় উবুন্টু'র উপরে টিউটোরিয়াল রয়েছে এমন সাইটের সংখ্যা খুব কম। বাংলা ভাষী উৎসাহী তরুণরা যে কয়েকটি তৈরি করেছে, তার মধ্যে বেশ সমৃদ্ধ মনে হয়েছে এই সাইটটি। সাইটটি তৈরি করা হয়েছে গুগলসাইট ব্যবহার করে।
ঠিকানা: http://nasir8891.googlepages.com/ubuntu

এছাড়া উবুন্টুগাইডের উইকিতে উবুন্টুর নতুন সংস্করন 'ইন্ট্রাপিড' নিয়ে বাংলায় আলোচনা লেখা শুরু হয়েছে গেছে। আগ্রহীরা এখনি ভিজিট করে দেখতে পারেন, ইচ্ছে করলে নিজেরাও অংশগ্রহণ করে সমৃদ্ধ করে তুলতে পারেন এই ইন্ট্রাপিড উইকিটিকে।
ঠিকানা: http://ubuntuguide.org/wiki/Ubuntu:Intrepid_bn
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger