লিনাক্সের জনক ব্লগ লিখছেন

দারুণ খবর! লিনাক্সের (Linux) জনক লিনাস টোরভাল্ট (Linus Torvalt) এখন নিয়মিতভাবে ব্লগ লিখছেন। তার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক বিভিন্ন ঘটনাবলী ও ভাবনাচিন্তা নিয়ে তিনি ব্লগ লেখা শুরু করেছেন।

ব্লগের নাম: Linus' Blog
ব্লগের বর্ণনায় তিনি লিখেছেন: Eventually this might even contain some Torvalds family pictures.

২০০৮ সালের অক্টোবর মাসের ০২ তারিখে তিনি ব্লগস্পটে (Blogspot.com) একটি ব্লগ খুলে লেখালিখি শুরু করেন। প্রথম পোস্টেই তিনি মন্তব্য পান ১০৭টি। আর এ পর্যন্ত তার ব্লগের ফলোয়ার হয়েছেন ১৮৫৯ জন।

বিখ্যাত এই ব্যক্তির বিখ্যাত ব্লগটির ঠিকানা: Linus' blog
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger