দারুণ খবর! লিনাক্সের (Linux) জনক লিনাস টোরভাল্ট (Linus Torvalt) এখন নিয়মিতভাবে ব্লগ লিখছেন। তার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক বিভিন্ন ঘটনাবলী ও ভাবনাচিন্তা নিয়ে তিনি ব্লগ লেখা শুরু করেছেন।ব্লগের নাম: Linus' Blog
ব্লগের বর্ণনায় তিনি লিখেছেন: Eventually this might even contain some Torvalds family pictures.
২০০৮ সালের অক্টোবর মাসের ০২ তারিখে তিনি ব্লগস্পটে (Blogspot.com) একটি ব্লগ খুলে লেখালিখি শুরু করেন। প্রথম পোস্টেই তিনি মন্তব্য পান ১০৭টি। আর এ পর্যন্ত তার ব্লগের ফলোয়ার হয়েছেন ১৮৫৯ জন।
বিখ্যাত এই ব্যক্তির বিখ্যাত ব্লগটির ঠিকানা: Linus' blog

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

