হ্যাঁ, ফিড বার্নার এখন গুগলের সাথে এক হয়ে গেছে। আপনার যদি একটি গুগল একাউন্ট থাকে, আর যদি ফিডবার্নারে একটি একাউন্ট থাকে, তাহলে দুটোকে এখুনি এক করে ফেলুন। অর্থাৎ আপনার ফিড বার্নারের একাউন্টটিকে গুগল একাউন্টের সাথে সংযুক্ত করে ফেলুন। আপনি নিজে না করলেও অবশ্য ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যে ফিড কোম্পানী নিজেরাই তাই করে নেবে। তখন তার বর্তমান লিংক http://feedburner.com বদলে হয়ে যাবে http://feedburner.google.com/
আজকালের মধ্যে ফিডবার্নারে লগইন করুন। উপরে মেসেজ দেখতে পারবেন। দুএকটা ক্লিকে সংযুক্ত হোন গুগল একাউন্টের সাথে।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

