আপনারা যারা গুগলের বিভিন্নরকম এপ্লিকেশন ব্যবহার করেন, তাদের জন্য রয়েছে আর একটি আনন্দের খবর। গুগলের একটি একাউন্ট থাকার সুবিধা অনেক। একটি মাত্র একাউন্ট দিয়ে ইমেইল, ব্লগ, অরকুট, ইউটিউব, লাইব্রেরি, নোল, আইগুগল, পিকাসা, রিডার কত কিছুইনা ব্যবহার করা যায়। এখন এর সাথে যোগ হয়েছে জনপ্রিয় ফিড বার্নার।
হ্যাঁ, ফিড বার্নার এখন গুগলের সাথে এক হয়ে গেছে। আপনার যদি একটি গুগল একাউন্ট থাকে, আর যদি ফিডবার্নারে একটি একাউন্ট থাকে, তাহলে দুটোকে এখুনি এক করে ফেলুন। অর্থাৎ আপনার ফিড বার্নারের একাউন্টটিকে গুগল একাউন্টের সাথে সংযুক্ত করে ফেলুন। আপনি নিজে না করলেও অবশ্য ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যে ফিড কোম্পানী নিজেরাই তাই করে নেবে। তখন তার বর্তমান লিংক http://feedburner.com বদলে হয়ে যাবে http://feedburner.google.com/
আজকালের মধ্যে ফিডবার্নারে লগইন করুন। উপরে মেসেজ দেখতে পারবেন। দুএকটা ক্লিকে সংযুক্ত হোন গুগল একাউন্টের সাথে।